OnePlus 12 ও OnePlus 12R ভারতে কত দামে লঞ্চ হল, কোথায় কি অফার পাওয়া যাবে দেখে নিন

By :  techgup
Update: 2024-01-23 16:33 GMT

ওয়ানপ্লাস আজ তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 12 ও মিডরেঞ্জ ফোন OnePlus 12R ভারতে লঞ্চ করেছে। পাশাপাশি আজ সংস্থাটি OnePlus Buds 3 ইয়ারবাড এদেশে এনেছে। এই তিনটি প্রোডাক্টই আগে চীনে আত্মপ্রকাশ করেছিল। যারা দুর্দান্ত পারফরম্যান্সের নতুন ফোন খোঁজ করছেন তারা OnePlus 12 ও OnePlus 12R এর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। আসুন এদের দাম ও লঞ্চ অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus 12 Price in India (ওয়ানপ্লাস ১২ এর ভারতে দাম)

ওয়ানপ্লাস ১২ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। আর এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৬৯,৯৯৯ টাকা। উল্লেখ্য, ওয়ানপ্লাস ১১ এর দাম শুরু হয়েছিল ৫৬,৯৯৯ টাকা থেকে।

OnePlus 12R এর মূল্য কত টাকা রাখা হয়েছে

OnePlus 12R দুটি ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৪৫,৯৯৯ টাকা।

OnePlus 12 Series Availability, Launch Offer (ওয়ানপ্লাস ১২ সিরিজের সাথে ব্যাঙ্ক অফার)

ওয়ানপ্লাস ১২ সিরিজ ভারতে OnePlus.in, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, অ্যামাজন ইন্ডিয়া, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর থেকে পাওয়া যাবে। ওয়ানপ্লাস ১২ ফোনটির ২৩ জানুয়ারী মধ্যরাত থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং ৩০ জানুয়ারী থেকে সেল শুরু হবে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১২আর এর সেল শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে।

অফারের কথা বললে, OnePlus 12 এর সাথে ১০,০০০ টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস, ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ২,২৫০ টাকা জিও প্লাস পোস্টপেড বেনিফিট দিচ্ছে ওয়ানপ্লাস। এছাড়াও ক্রেতারা এই ফোনের সাথে ২৪ মাস পর ৩৫ শতাংশ ইজি আপগ্রেড বোনাস, ১০০ জিবি গুগল ওয়ান এবং ৩ মাসের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন।

এদিকে OnePlius 12R ফোনটি কিনলে বিনামূল্যে OnePlus Buds Z2, ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে।

OnePlus 12 5G Specifications & Features (ওয়ানপ্লাস ১২ ৫জি এর স্পেসিফিকেশন)

ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি প্রোএক্সডিআর অ্যামোলেড ডিসপ্লে, কিউএইচডি+ রেজোলিউশন, এলটিপিও ১ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, এইচডিআর১০+, ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩, ১০-বিট কালার ডেপথ, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন

প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, অ্যাড্রনো ৭৫০ জিপিইউ

সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৪:এর উপর ভিত্তি করে অক্সিজেন ওএস ১৪

রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ১/১.৪ ইঞ্চি প্রাইমারি সনি এলওয়াইটি-৮০৮ সেন্সর, এফ/১.৬ অ্যাপারচার, ওআইএস, ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, থ্রিএক্স অপটিক্যাল জুম, ওআইএস, ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮১ ১/২ ইঞ্চি আল্ট্রাওয়াইড সেন্সর, এফ/২.২ অ্যাপারচার, ৬৪ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৬৪বি থ্রিএক্স অপটিক্যাল জুম

ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫, এফ/২.৪ অ্যাপারচার

ব্যাটারি: ৫,৪০০ এমএএইচ, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট এয়ারভোক ওয়্যারলেস চার্জিং

কানেক্টিভিটি: ডুয়েল-সিম, ৫জি, ওয়াইফাই ৭ ৮০২.১১ বি/এএক্স/এসি, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডো এবং ইউএসবি ২.০

অন্যান্য বৈশিষ্ট্য: আইপি ৬৫ রেটিং, ডলবি অ্যাটমস সাউন্ড, এনএফসি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

রঙ: ফ্লোয়ি এমারেল্ড, সিল্কি ব্ল্যাক

OnePlus 12R এর বৈশিষ্ট্য

ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড প্রোএক্সডিআর ডিসপ্লে, ১.৫কে (২৭৮০ × ১২৬৪ পিক্সেল) রেজোলিউশন, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, এলটিপিও ১ থেকে ১২০ হার্জ রিফ্রেশ রেট, ১০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৬০০ নিটস পিক ব্রাইটনেস, ৪,৫০০ নিটস এইচবিএম ব্রাইটনেস, এসআরজিবি, ডিসিআই-পি৩, ১০-বিট কালার ডেপথ, এইচডিআর১০+, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন

প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ

সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৪ এর উপর ভিত্তি করে অক্সিজেন ওএস ১৪

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ সেন্সর, ১/১.৫৬ ইঞ্চি সেন্সর সাইজ, এফ/১.৮ অ্যাপারচার, ওআইএস, ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৩৫৫ সেন্সর, ১২০ ফিল্ড অফ ভিউ, এফ/২.২ অ্যাপারচার, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এফ/২.৪ অ্যাপারচার, এলইডি ফ্ল্যাশ

ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল, এফ/২.৪ অ্যাপারচার, ইআইএস

ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ, ১০০ ওয়াট সুপারভুক একটি ইউএসবি টাইপ-সি পোর্টে ফাস্ট চার্জিং

কানেক্টিভিটি: ডুয়ূল-সিম, ৫জি, ওয়াইফাই ৭ ৮০২.১১ বিই/এএক্স/এসি, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডো এবং ইউএসবি ২.০

অন্যান্য: ইনফ্রারেড সেন্সর, অ্যালার্ট স্লাইডার, ডলবি আতমোস এবং ইউএসবি টাইপ-সি অডিও পোর্ট সহ স্টেরিও স্পিকার সেটআপ

রঙ: আয়রন গ্রে, কুল ব্লু

Tags:    

Similar News