পুরো 7000 টাকা ডিসকাউন্ট, OnePlus 12 কেনা উচিত কিনা দেখুন ফিচার

By :  techgup
Update: 2024-09-01 08:34 GMT

12 জিবি র‌্যাম এবং 100W ফাস্ট চার্জিংয়ের কোনো নতুন ফোন খোঁজ করছেন? তাহলে OnePlus 12 আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। সংস্থার ওয়েবসাইটে এই স্মার্টফোনের 12 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 64,999 টাকা। আবার ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 7,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া ক্রেতারা জিও প্লাস পোস্টপেইড প্ল্যান গ্রহণ করলে 2250 টাকা পর্যন্ত সুবিধা পাবে। জানিয়ে রাখি, OnePlus 12 ফোনে আছে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী চিপসেটের জুটি, ফাঁস হয়ে গেল Xiaomi 14T সিরিজের দাম

OnePlus 12 কেনা কি উচিত হবে, দেখুন ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 12 ফোনের সামনে দেখা যাবে 3168x1440 পিক্সেল রেজোলিউশনের 6.82-ইঞ্চি এলটিপিও প্রো এক্সডিআর ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার দমদার পারফরম্যান্সের জন্য আছে অ্যাড্রেনো 750 জিপিইউ সহ স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট।

ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস মোবাইল ফোনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: ICICI ব্যাঙ্কের ওয়ার্নিং, সতর্ক না হলেই অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনা

ওয়ানপ্লাসের এই ডিভাইসে 5400 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেন ওএস 14 কাস্টম স্কিনে চলে।

সাউন্ডের জন্য OnePlus 12 স্মার্টফোনে ডলবি অ্যাটমস দেওয়া হয়েছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ডুয়াল ন্যানো সিম স্লট, ওয়াই-ফাই 7, ওয়াই-ফাই 6ই, ব্লুটুথ 5.4, জিপিএস এবং এনএফসির মতো অপশন দেওয়া হয়েছে। এতে ইউএসবি 3.2 জেন 1 এবং অ্যালার্ট স্লাইডারও দেওয়া হয়েছে। আবার সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

Tags:    

Similar News