ডিসপ্লে থেকে ব্যাটারি-চার্জিং, চমকে দেবে ফিচার OnePlus 12R স্মার্টফোনের ফিচার
আগামী ২৩ জানুয়ারি ভারত সহ গ্লোবাল মার্কেটে OnePlus 12 এবং OnePlus 12R স্মার্টফোন দুটি আত্মপ্রকাশ করতে চলেছে। তবে তার আগে ব্র্যান্ড আগামীকাল তাদের হোম মার্কেটে OnePlus Ace 3 ফোন এবং OnePlus Buds 3 TWS ইয়ারবাডটি লঞ্চ করবে। ওয়ানপ্লাস ইতিমধ্যেই Ace 3-এর বেশকিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এনেছে। বলা হচ্ছে, আসন্ন হ্যান্ডসেটটি চীনের বাইরের বাজারে OnePlus 12R হিসাবে রিব্র্যান্ড করা হবে। আর এখন, এই গ্লোবাল ভ্যারিয়েন্টটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লঞ্চের আগে সামনে আনা হয়েছে।
OnePlus 12R: ডিসপ্লে এবং ব্যাটারি স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১২আর-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ প্রোএক্সডিআর (ProXDR) ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এতে চতুর্থ-প্রজন্মের লো-টেম্পারেচার পলি ক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তি থাকবে, যা স্ক্রিনকে তার রিফ্রেশ রেট দ্রুততা ও বুদ্ধিমত্তার সাথে এবং মসৃণভাবে পরিবর্তন করতে সাহায্যে করবে। এলটিপিও ৪.০ প্রযুক্তি রিফ্রেশ রেটের একটি সীমিত পরিসরের পরিবর্তে নতুন ৯০ হার্টজ এবং ৭২ হার্টজ সহ বিস্তৃত রেঞ্জের মধ্যে রিফ্রেশ রেটগুলিকে পরিবর্তন করতে সক্ষম৷ এটি একই সময়ে উন্নত পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সিও প্রদান করবে।
এছাড়া, ওয়ানপ্লাস ১২আর শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে বলে কোম্পানি দ্বারা নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি যুক্ত স্মার্টফোন হতে চলেছে। ডিভাইসটি সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট সহ আসবে। ব্র্যান্ডটি আরও জানিয়েছে যে, আসন্ন ফোনটি ব্যাটারি হেলথ ইঞ্জিন প্রযুক্তি অফার করবে, যার মাধ্যমে ফোনটির ব্যাটারি হেল্থ দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ সীমা থাকতে পারে।
এছাড়াও, ওয়ানপ্লাস জানিয়েছে যে লেটেস্ট OnePlus 12 সিরিজটিকে উচ্চ কার্যক্ষমতা, উচ্চ শক্তি খরচ, কার্যকরী তাপ নিয়ন্ত্রণ এবং স্থায়িত্বের ভারসাম্যের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি-ব্যাপী চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য তৈরি করা হয়েছে। আগের একটি টিজার নিশ্চিত করেছে যে, OnePlus 12R আয়রন গ্রে এবং কুল ব্লু -এর মতো কালার অপশনে পাওয়া যাবে। ফোনটিতে তার পূর্বসূরির মতো একই ডিজাইন দেখা যাবে, শুধুমাত্র অ্যালার্ট স্লাইডারটির ডানের বদলে বাম প্রান্তে অবস্থান করবে।