OnePlus 13 Launched: OnePlus 13 বিশাল বড় ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ লঞ্চ হল, রয়েছে ২৪ জিবি র‌্যাম

OnePlus 13 Launched - ওয়ানপ্লাস ১৩ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ২কে ওএলইডি বিওই এক্স২ ডিসপ্লে। এই ডিসপ্লে ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্মার্টফোনের সাথে সান ডিসপ্লে টেকনোলজির সূচনা করেছে ওয়ানপ্লাস।

Update: 2024-10-31 16:31 GMT

OnePlus 13 Launched

ওয়ানপ্লাস আজ তাদের বহু প্রতীক্ষিত ওয়ানপ্লাস ১৩ (OnePlus 13) ফোন লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ৫১,০০০ টাকা থেকে। এটি ওয়ানপ্লাস ১২ এর উত্তরসূরি হিসেবে এসেছে। নয়া ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, নতুন কুলিং সিস্টেম ও বড় ব্যাটারি। এছাড়া এটি ২৪ জিবি র‌্যাম সহ এসেছে, যা অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকে না। আবার এই ডিভাইসে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আসুন ওয়ানপ্লাস ১৩ এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস ১৩: দাম ও প্রাপ্যতা - OnePlus 13 Price & Availablity

ওয়ানপ্লাস ১৩ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ ইউয়ান, যা প্রায় ৫১,১০০ টাকার সমান। আবার এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ২৪ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৪,৮৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৮০০ টাকা), ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬২,৮০০ টাকা), ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,৮০০ টাকা)।

আজ থেকে OnePlus 13 এর প্রি-অর্ডার শুরু হয়েছে। আর আগামীকাল অর্থাৎ ১ নভেম্বর থেকে ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোনটির সেল শুরু হবে। ভারত সহ গ্লোবাল মার্কেটে এটি কবে আসবে তা এখনও জানা যায়নি। এটি স্লিক গ্লাস (হোয়াইট), স্কিন ফ্রেন্ডলি ভেলভেট লেদার (ব্লু), অবসিডিয়ান (ব্ল্যাক) কালারে এসেছে।

OnePlus 13 Specifications

 

ওয়ানপ্লাস ১৩: স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও সিকিউরিটি

ওয়ানপ্লাস ১৩ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ২কে ওএলইডি বিওই এক্স২ ডিসপ্লে। এই ডিসপ্লে ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্মার্টফোনের সাথে সান ডিসপ্লে টেকনোলজির সূচনা করেছে ওয়ানপ্লাস। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ক্রিস্টাল শিল্ড সুপার সেরামিক গ্লাস ব্যবহার করা হয়েছে, যা ৫০০ শতাংশ উন্নত ড্রপ রেজিস্ট্যান্স অফার করবে। আবার এই ডিসপ্লে এ++ রেটিং সহ ডিসপ্লেমেট সার্টিফিকেশন প্রাপ্ত। এই স্ক্রিনের ভিতরে সিকিউরিটির জন্য আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসেসর ও সফটওয়্যার

ওয়ানপ্লাস ১৩ ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ১২ জিবি, ১৬ জিবি এবং ২৪ জিবি র‌্যাম সহ এসেছে। আর এটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। গেমিংয়ের জন্য এই হ্যান্ডসেটে সংস্থার নিজস্ব টাইডাল ইঞ্জিন উপস্থিত। এই সিস্টেম ৪ বছর দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে ওয়ানপ্লাস দাবি করেছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে টিয়াংগং কুলিং সিস্টেম প্রো কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। আর ওয়ানপ্লাস ১৩ ডিভাইসটি চীনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 13 ফোনের পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো লেন্স বর্তমান। হ্যাসেলব্লাড (Hasselblad) এই ট্রিপল রিয়ার ক্যামেরার জন্য অপ্টিমাইজেশন অফার করবে এবং ছবির গুণমান উন্নত করবে। আর ফোনের সামনে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়ানপ্লাস ১৩ ফোনে ৬,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সংস্থাটি তিন ধরনের ম্যাগনেটিক প্রোটেক্টিভ কেস নিয়ে এসেছে - পোলার উড, জিওমেট্রিক এরামিড ফাইবার, ক্ল্যাসিক স্ট্যান্ডস্টোন।

অন্যান্য ফিচার

ডিভাইসটি আইআর ব্লাস্টার, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), আপগ্রেডেড ভাইব্রেশন মোটর এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮/আইপি৬৯ রেটিংয়ের সাথে এসেছে। বিস্তৃত ব্লুটুথ কানেক্টিভিটির জন্য এতে সুপার সিগন্যাল ইঞ্জিনিয়ার ২.০ প্রযুক্তি রয়েছে। এছাড়া OnePlus 13 স্মার্টফোনে এআই নয়েজ রিডাকশন ফিচার সহ চারটি মাইক্রোফোন পাওয়া যাবে।

Tags:    

Similar News