31 অক্টোবর লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 13 স্মার্টফোনের দাম
OnePlus 13 ফোনটি আগামী সপ্তাহে বাজারে আসতে চলেছে। ওয়ানপ্লাস ১৩ লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত হবে।
ওয়ানপ্লাস আগামী আগামী ৩১ অক্টোবর চীনে তাদের নতুন OnePlus 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই ফোনটির সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। পাশাপাশি, কোম্পানিও ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে ধীরে ধীরে ডিভাইসটির সম্পর্কে বিশদ বিবরণ শেয়ার করতে শুরু করেছে। সম্প্রতি ওয়ানপ্লাস ১৩ ফোনের অফিসিয়াল ডিজাইন প্রকাশ্যে এসেছে। আর এখন লঞ্চের কয়েকদিন আগে ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির চীনা সংস্করণের দাম অনলাইনে ফাঁস হয়েছে। কত দামে পাওয়া যাবে ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপটি, চলুন জেনে নেওয়া যাক।
ফাঁস হল ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম
টেকহোম১০০ এর রিপোর্টে ওয়ানপ্লাস ১৩ হ্যান্ডসেটের চীনা সংস্করণের দাম ফাঁস করা হয়েছে। এই ডিভাইসটির মূল্য হবে ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৫৫০ টাকা), যা ওয়ানপ্লাস ১২ ফোনের প্রারম্ভিক মূল্যের থেকে ৪০০ ইউয়ান (প্রায় ৪,৭৩০ টাকা) বেশি। তবে, ওয়ানপ্লাস ফোনটির সাথে লঞ্চ ডিসকাউন্ট এবং প্রোমোশন অফার করে ফোনটির কার্যকরী মূল্য কম করতে পারে। এই মূল্যে ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি কি কি অফার করতে পারে, আসুন দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস ১৩ ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
এখনও অবধি এটা নিশ্চিত করা হয়েছে যে, ওয়ানপ্লাস ১৩ লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এই সংমিশ্রণ শক্তিশালী কর্মক্ষমতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে, এবং ডিভাইসটি ইতিমধ্যেই আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কে ৩০,৯৪,৪৪৭ পয়েন্ট স্কোর করেছে।
হিট ম্যানেজমেন্টে সাহায্য করার জন্য, ফোনটিতে দ্বিতীয় প্রজন্মের তিয়াংগং কুলিং সিস্টেম প্রো, টাইডাল ইঞ্জিন, অরোরা ইঞ্জিন, ই-স্পোর্টস ইন্ডিপেনডেন্ট গ্রাফিক্স ইঞ্জিন এবং এআই অ্যাক্সিলারেশন সলিউশনের মতো বেশ কিছু কাস্টম সফ্টওয়্যার ফিচারের পাশাপাশি কর্মক্ষমতা এবং ইউজার এক্সপেরিয়েন্স উভয়ই উন্নত হবে। ডিজাইন অনুযায়ী, ওয়ানপ্লাস ১৩ তিনটি রঙে আসবে: হোয়াইট ডিউ মর্নিং লাইট, ব্লুজ আওয়ার এবং ওবসিডিয়ান সিক্রেট রিয়েলম, একটি কার্ভড ডিসপ্লে সহ একটি মসৃণ, প্রিমিয়াম বিল্ড যুক্ত থাকবে।
ফোনটির ক্যামেরা সেটআপে ট্রিপল-ক্যামেরা সিস্টেমের অংশ হিসাবে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। যদিও অন্যান্য সেন্সরগুলির বিবরণ সীমিত, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং নাইট মোডের মতো ফিচারগুলি থাকবে বলে আশা করা যায়৷ সফ্টওয়্যারের ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১৩ অ্যান্ড্রয়েড ১৫ এর উপর ভিত্তি করে কালারওএস ১৫ (ColorOS 15) সফ্টওয়্যার সংস্করণে চলবে, যেখানে গ্লোবাল ভ্যারিয়েন্টটি অক্সিজেনওএস ১৫ (OxygenOS 15) কাস্টম স্কিনের সাথে আত্মপ্রকাশ করবে, যা আজ (২৪ অক্টোবর) উন্মোচিত হবে। সবশেষে, ফোনটি শক্তিশালী ব্যাটারি সহ আসবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যা সারা দিন দ্রুত এবং সুবিধাজনক চার্জ করার অনুমতি দেয়।