Sony-র নতুন ক্যামেরা নিয়ে বাজার মাতাতে আসছে OnePlus Ace 5 এবং Ace 5 Pro
রিপোর্ট বলছে, OnePlus 13 অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবরে চীনে লঞ্চ হতে চলেছে। এরপর সংস্থার তরফে সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন হিসাবে OnePlus 5 এবং OnePlus Ace 5 Pro উন্মোচিত হতে পারে। এই মডেল দু'টি পারফরম্যান্স ফোকাসড ডিভাইস হিসাবে আসবে। এবার OnePlus Ace 5 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সোশ্যাল মিডিয়া পোস্টে SM8650 ও SM8750 প্রসেসর চালিত দুই ওয়ানপ্লাস ফোনের কথা উল্লেখ করেছে। এই চিপ দু'টি যথাক্রমে Snapdragon 8 Gen 3 এবং 8 Gen 4। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই চিপসেটগুলি যথাক্রমে OnePlus Ace 5 ও OnePlus Ace 5 Pro স্মার্টফোনে ব্যবহৃত হবে।
নতুন লিক অনুযায়ী, OnePlus Ace 5 সিরিজে ১.৫কে রেজোলিউশনের ফ্ল্যাট BOE X2 ওলেড ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, দুই ফোনেই ১/১.৫৬ ইঞ্চি সেন্সর সাইজের Sony IMX-9 সিরিজের একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরাকে সঙ্গত দেবে ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স।
আরও পড়ুন : 120Hz ডিসপ্লের সবচেয়ে সস্তা Poco 5G ফোন এটাই, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা
এছাড়া, পাওয়ার ব্যাকআপের কথা বললে ওয়ানপ্লাস এস৫ ও এস৫ প্রো ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। ফোনগুলির সঙ্গে চীনের বাজারে রেডমি কে৮০ ও রেডমি কে৮০ প্রো-র প্রতিযোগিতা চলবে। প্রথমে নভেম্বরে লঞ্চ হওয়ার কথা শোনা গেলেও ওয়ানপ্লাস এস ৫ সিরিজ ডিসেম্বরের আগে বাজারে আসার সম্ভাবনা কম।