OnePlus Ace 5 Pro: ওয়ানপ্লাস এস ৫ প্রো হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সবচেয়ে সস্তা ফোন, থাকবে ৫০ এমপি টেলিফটো ক্যামেরা
OnePlus Ace 5 Pro Launch Date - ওয়ানপ্লাস এস ৫ ফোনে ৬.৭৮ ইঞ্চি ৮টি ওএলইডি ফ্লাট ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
সম্প্রতি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৩ সিরিজ। এই সিরিজ প্রিমিয়াম রেঞ্জে এসেছে। তবে যারা সস্তায় প্রিমিয়াম ফিচার চাইছেন তাদের জন্য ওয়ানপ্লাস নতুন একটি সিরিজের উপর কাজ শুরু করেছে, যার নাম ওয়ানপ্লাস এস ৫। এই সিরিজের অধীনে OnePlus Ace 5 ও OnePlus Ace 5 Pro ফোন দুটি বাজারে আসবে। জনপ্রিয় এক টিপস্টার আজ এই দুই স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তার দাবি বেস মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে। ওয়ানপ্লাস এস ৫ প্রো মডেলে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এটি এই প্রসেসর সহ অন্যতম সস্তা ফোন হবে।
ওয়ানপ্লাস এস ৫ প্রো হতে পারে সবচেয়ে সস্তা স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের স্মার্টফোন
গতকাল আলোচ্য স্ন্যাপড্রাগন প্রসেসর সহ চীনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৭ প্রো। এর দাম শুরু হয়েছে প্রায় ৪২,৬০০ টাকা থেকে। তবে টিপস্টার বলেছেন যে ওয়ানপ্লাস এস ৫ প্রো এর দাম শুরু হবে ৩,৩০০ ইউয়ান বা প্রায় ৪০,০০০ টাকা থেকে। সেক্ষেত্রে এটি সবচেয়ে সস্তা স্ন্যাপড্রাগন ৮ এলিট চালিত স্মার্টফোন হতে পারে। টিপস্টার আরও বলেছেন যে, এতে এস ৫ এর মতো ডিসপ্লে থাকবে। সাথে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে।
ওয়ানপ্লাস এস ৫: স্পেসিফিকেশন
টিপস্টার আরও বলেছেন যে, ওয়ানপ্লাস এস ৫ ফোনে ৬.৭৮ ইঞ্চি ৮টি ওএলইডি ফ্লাট ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরার কথা বললে ওয়ানপ্লাস এস ৫ স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল সেন্সর + ২ মেগাপিক্সেল সেন্সর। চীনে এই সিরিজের নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে। গ্লোবাল মার্কেটে এই সিরিজ ওয়ানপ্লাস ১৩আর নামে আসতে পারে।