সেল ছাড়াই 108MP ক্যামেরার এই OnePlus ফোন সস্তায় বেচছে Amazon, পাবেন 18900 টাকার ছাড়!

Update: 2023-11-18 13:21 GMT

এক এক করে দেশে প্রায় সমস্ত বড় উৎসবই অনুষ্ঠিত হয়ে গেছে। আর এগুলির উপলক্ষে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে যে সমস্ত স্পেশাল সেল আয়োজিত হয়েছিল, সেগুলির পালাও সমাপ্ত হয়েছে। তবে আপনি যদি এই সেলগুলি মিস করে থাকেন বা কোনো কারণে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কম খরচে নতুন ফোন কেনার প্রয়োজন হয়, তাহলেও চিন্তার তেমন কিছু নেই। বর্তমানে সেল ছাড়াই Amazon India থেকে আপনি সস্তায় OnePlus-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন, আর বদলে পেয়ে যাবেন 5G কানেক্টিভিটি এবং 108MP ক্যামেরার মতো ফিচার। অবাক হবেন না! এই মুহূর্তে Amazon কোম্পানি OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনে ব্যাপক ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে এটি নামমাত্র মূল্যে কেনা যাবে। ঠিক কী অফার মিলছে OnePlus Nord CE 3 Lite 5G-তে? আসুন দেখে নিই।

এখন সস্তা OnePlus Nord CE 3 Lite 5G কিনুন আরও কম খরচে

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ১৯,৯৯৯ টাকা। এক্ষেত্রে অ্যামাজন ইন্ডিয়া এখন ফোনটিতে কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছেনা, নেই কোনো ব্যাঙ্ক অফারও। তবে এর এক্সচেঞ্জ অফারটি আপনাকে অবাক করে দিতে পারে।

আসলে আপনি যদি পুরোনো কোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ওয়ানপ্লাস ফোনটি কিনতে চান, তাহলে আরও ১৮,৯০০ টাকা পর্যন্ত ছাড় কাজে লাগানোর বিকল্প মিলবে। মানে কোনোভাবে পুরো এক্সচেঞ্জ অফার প্রযোজ্য হলে মাত্র ১,০৯৯ টাকায় এটি হাতে পাওয়া যাবে। যদিও, এই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে পুরোনো ফোনের ব্র্যান্ড, মডেল এবং অবস্থার ওপর।

OnePlus Nord CE 3 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫জি প্রসেসর, যার সাথে মিলবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এটি ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম ফিচারও সাপোর্ট করবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, কোম্পানির মতে মাত্র ৩০ মিনিটের চার্জে ইউজাররা সারাদিনের ব্যাকআপ পেয়ে যাবেন। এদিকে ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোনটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ অফার করবে, যেখানে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মিলবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Tags:    

Similar News