এবার ছবি এডিট করবে AI, বড় চমকের সাথে ফোনে নতুন আপডেট পাঠাল OnePlus
OnePlus Nord CE 4 স্মার্টফোনের ভারতীয় ব্যবহারকারীদের জন্য কোম্পানি লেটেস্ট OxygenOS 14.0.1.427 আপডেটটি প্রকাশ করেছে। এই আপডেটটি ফটোর জন্য নতুন এআই ইরেজার (AI Eraser) টুল সহ বেশ কিছু আপগ্রেড নিয়ে এসেছে। প্রাথমিকভাবে, এটি সীমিত সংখ্যক OnePlus Nord CE 4 ইউজারের কাছে রোল আউট করা হচ্ছে, তবে শীঘ্রই আপডেটটি বিস্তৃতভাবে সকল হ্যান্ডসেটে পাঠানো হবে বলে আশা করা যায়। আসুন OxygenOS 14.0.1.427 আপডেটটি কি কি অফার করবে, জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 4 ফোনে এল OxygenOS 14.0.1.427 আপডেট
OxygenOS 14.0.1.427 আপডেটের মূল ফোকাস রয়েছে সিস্টেমের উন্নতির ওপর, যেমন উন্নত স্টেবিলিটি এবং কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আরও ভাল শক্তির ব্যবহার। এই আপডেট ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে আরও ভাল ব্লুটুথ সংযোগের প্রতিশ্রুতি দেয়, বিশেষত ব্লুটুথ হেডফোনগুলির সাথে কল করার সময়।
OxygenOS 14.0.1.427 আপডেটের একটি প্রধান বৈশিষ্ট্য হল এআই (AI) ইরেজার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই যেকোনও ফটো থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অবাঞ্ছিত বস্তুগুলি সরিয়ে দিতে পারবেন। এছাড়াও, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ হ্যান্ডসেটের ক্যামেরা পারফরম্যান্স উন্নত করা হয়েছে বলে জানা গেছে, যা মসৃণ ভিডিও রেকর্ডিং এবং সামগ্রিক গুণমানে উন্নতি নিশ্চিত করে। যদিও আপডেটটি বর্তমানে শুধুমাত্র ভারতে উপলব্ধ, তবে ওয়ানপ্লাস ভবিষ্যতে অন্যান্য অঞ্চলেও এটিকে রোল আউট করার পরিকল্পনা করেছে, যদিও নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, OnePlus Nord CE 4 ফোনের এই নতুন আপডেটটির প্রারম্ভিক প্রাপকরা তাদের ডিভাইস থেকে *#800# ডায়াল করে এবং কিছু নির্দেশাবলী অনুসরণ করে যেকোনো সমস্যা রিপোর্ট করতে পারবেন বলে জানিয়েছে ওয়ানপ্লাস। ওভার দ্য এয়ার (OTA) নোটিফিকেশন না এলে, ইউজাররা তাদের ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে অক্সিজেন ওএস অপশনে নেভিগেট করে OxygenOS 14.0.1.427 আপডেটটির উপলব্ধতা ম্যানুয়ালি চেক করতে পারেন।