অন্য সব প্রসেসর বাদ, OnePlus এবার থেকে ফোনে শুধু Snapdragon চিপ ব্যবহার করবে

By :  techgup
Update: 2023-08-23 07:18 GMT

ওয়ানপ্লাস (OnePlus) খুব শীঘ্রই তাদের কিছু নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। এগুলি মধ্যে উল্লেখযোগ্য হল OnePlus 12, OnePlus 12R এবং Nord 4। এক চীনা টিপস্টার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে, আগামী বছর থেকে সংস্থার আসন্ন মডেলগুলিতে এক্সক্লুসিভলি Qualcomm Snapdragon চিপসেট ব্যবহার করা হবে।

OnePlus এর একাধিক স্মার্টফোন Snapdragon চিপ সহ আসছে

ডিজিট্যাল চ্যাট স্টেশন তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে জানিয়েছেন যে, ওয়ানপ্লাস ১২-এ কোয়ালকমের আসন্ন ফ্ল্যাগশিপ ৮ জেন ৩ চিপসেটটি থাকবে, যেখানে ওয়ানপ্লাস ১২আর এবং নর্ড ৪/ নর্ড ৫ যথাক্রমে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগেও, ওয়ানপ্লাস তাদের স্মার্টফোনে মিডিয়াটেক (MediaTek) এর তুলনায় স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করার প্রবণতা দেখা গেছে। উদাহরণস্বরূপ, ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ওয়ানপ্লাস ১১ এবং ওয়ানপ্লাস এস ২ - উভয়েই স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। তবে কিছু লেটেস্ট হ্যান্ডসেট, যেমন - নর্ড ৩, এস ২ভি এবং সেইসাথে ওয়ানপ্লাসের প্রথম ট্যাবলেট - ওয়ানপ্লাস প্যাড মিডিয়াটেক চিপসেটের সাথে এসেছে।

শোনা যাচ্ছে, প্রিমিয়াম গ্রেডের OnePlus 12 ফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ দ্বারা চালিত প্রথম ফোন হতে পারে, যা এ বছর নভেম্বর মাসের প্রথম দিকে লঞ্চ হবে। যে টুকু খবর, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ 2K রেজোলিউশনের ওলেড (OLED) ডিসপ্লে, সর্বাধিক ১টিবি স্টোরেজ এবং শক্তিশালী ক্যামেরা সিস্টেম থাকবে। এছাড়া, ডিভাইসটি ওয়্যার্ড এবং ওয়্যারলেস - উভয় ফাস্ট চার্জিং প্রযুক্তিই সাপোর্ট করতে পারে।

জানিয়ে রাখি, সদ্য উন্মোচিত হাই-পারফরম্যান্স OnePlus Ace 2 Pro স্মার্টফোনটি ঘোষণার ২৬ ঘন্টার মধ্যে অবিশ্বাস্যভাবে ১,৫০,০০০ ইউনিট প্রি-সেল রেজিস্টার করেছে। কোম্পানির নতুন কৌশলটির লক্ষ্য হল স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মতো শক্তিশালী চিপসেটকে সম্বল করে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে তাদের নেতৃত্বকে আরও দৃঢ় করা।

তবে, প্রাথমিকভাবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর অত্যাধুনিক ৪ ন্যানোমিটার এন৪পি প্রক্রিয়াতে স্থানান্তরিত হওয়ার কারণে, চিপসেটের খরচ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে, যা নির্মাতাদের উদ্বেগ বাড়িয়েছে। এই পদক্ষেপটি কিছু নির্মাতাকে মিডিয়াটেকের ডাইমেনসিটি রেঞ্জের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু বড় ব্র্যান্ডগুলি খরচের থেকে বেশি পারফরম্যান্সকে অগ্রাধিকার দিয়ে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলিতে স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করার ক্ষেত্রে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News