ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo A78 5G এর আনবক্সিং ভিডিয়ো, ছবি থেকে জানা গেল ফিচার

Update: 2023-01-13 13:50 GMT

ওপ্পো সম্প্রতি মালয়েশিয়ায় তাদের Oppo A78 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানিটি বর্তমানে এই হ্যান্ডসেটটি ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। A-সিরিজের ডিভাইসটি আগামী ১৬ জানুয়ারি দেশে আত্মপ্রকাশ করবে বলেও ওপ্পো ইন্ডিয়া তাদের টুইট বার্তায় নিশ্চিত করেছে। আর এখন লঞ্চের আগে, Oppo A78 5G ভারতীয় ভ্যারিয়েন্টের কিছু লাইভ ইমেজ অনলাইনে উপস্থিত হয়েছে। এই ছবিগুলি আপকামিং ফোনটির রিয়ার এবং ফ্রন্ট-উভয় প্যানেলের ডিজাইনটি স্পষ্টভাবে প্রদর্শন করেছে। এর পাশাপাশি, ইউটিউব-এ Oppo A78 5G-এর একটি আনবক্সিং ভিডিও আপলোড করা হয়েছে। আসুন তাহলে এগুলি থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

লঞ্চের আগে প্রকাশ্যে এল Oppo A78 5G-এর লাইভ ইমেজ ও আনবক্সিং ভিডিও

নির্ভরযোগ্য টিপস্টার পারস গুগলানির শেয়ার করা লাইভ ইমেজগুলি প্রকাশ করেছে যে, ওপ্পো এ৭৮ ৫জি-এর ভারতীয় সংস্করণের ডিজাইন মালয়েশিয়ান ভ্যারিয়েন্টের মতোই হবে। ডিভাইসটির রিয়ার প্যানেলের বাঁদিকে লম্বা গ্লসি স্ট্রিপের ওপর ক্যামেরা মডিউলটি অবস্থান করবে। এই মডিউলে দুটি বড় কাটআউট দেখা যাবে, যার মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে৷

আবার, ওপ্পো এ৭৮ ৫জি-এর সামনের দিকে ডিউ ড্রপ নচ যুক্ত ডিসপ্লে থাকবে, যেটি পুরু বেজেল দ্বারা বেষ্টিত হবে। এর সাথেই, লাইভ ইমেজগুলি প্রকাশ করে যে, ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের এআই (AI) ক্যামেরা সেটআপ, ডুয়েল স্টেরিও স্পিকার, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

অন্যদিকে, ইউটিউবার গ্যাজেটস পয়েন্ট Oppo A78 5G ফোনটি আনবক্স করে একটি ভিডিও পোস্ট করেছে, যা থেকে ডিভাইসটির আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা গেছে। ভিডিওটি প্রকাশ করেছে যে, এই ওপ্পো হ্যান্ডসেটটি এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেস এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেটের সাথে আসবে৷

এছাড়া ফটোগ্রাফির জন্য, Oppo A78 5G-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটআপ দেখা যাবে। কানেক্টিভিটির ক্ষেত্রে, Oppo A78 5G-তে বিরামবিহীন ৫জি সংযোগ প্রদান করা হবে বলে দাবি করা হয়েছে। পরিশেষে ভিডিওটি থেকে জানা গেছে যে, এতে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং পাওয়ার বাটনে এম্বেড করা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।

Tags:    

Similar News