অক্টোবরে ডাবল ধামাকা, ColorOS 15 ভার্সনের সঙ্গে আসছে Oppo Find X8 সিরিজ
আগামী মাসেই ColorOS 15 কাস্টম স্কিনটি প্রকাশ করতে চলেছে Oppo। এই সফ্টওয়্যার সংস্করণটি উন্মোচন হওয়ার সাথে সাথেই ফ্ল্যাগশিপ Oppo Find X8 সিরিজটিও বাজারে পা রাখবে বলে জানা গেছে।
ওপ্পো (Oppo) সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ১৭ অক্টোবর চীনে ওপ্পো ডেভেলপার সম্মেলন ২০২৪ ইভেন্টে আয়োজন করবে। সংস্থাটি ইভেন্টে তাদের পরবর্তী প্রজন্মের কালারওএস ১৫ ইউআই (ColorOS 15 UI) এর ওপর থেকে পর্দা সরাবে। প্রযুক্তি সংস্থাটি এই ইভেন্টটির বিষয়ে ঘোষণা করার পরপরই, এক সুপরিচিত টিপস্টার Oppo Find X8 সিরিজের সম্ভাব্য লঞ্চের তারিখটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সামনে এল ColorOS 15 লঞ্চের তারিখ
১৭ অক্টোবর লঞ্চ হতে চলা কালারওএস ১৫ ভার্সনটি এআই-চালিত এনহ্যান্সমেন্ট নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এই নতুন সফ্টওয়্যার আপগ্রেড প্রাপ্ত ডিভাইসগুলির বিভিন্ন বিবরণ সামনে এসেছে। সম্ভবত আসন্ন ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে রান করা প্রথম ফোন হতে পারে।
ফাঁস হল Oppo Find X8 সিরিজ লঞ্চের তারিখ
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে জানিয়েছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজটি আগামী ২১ অক্টোবর উন্মোচন করা হতে পারে। ওপ্পো ফাইন্ড এক্স৮, ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো, এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো স্যাটেলাইট কমিউনিকেশন এডিশনে আসন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: পারফরম্যান্সে বিরাট আপগ্রেড, Samsung Galaxy A56 স্পিডে পিছনে ফেলবে অন্যদের
এছাড়াও ডিসিএস নিশ্চিত করেছেন যে, আগামী ৯ অক্টোবর লেটেস্ট MediaTek Dimensity 9400 চিপটি লঞ্চ করা হবে। আর ১৪ অক্টোবর লঞ্চ হওয়া Vivo X200 এবং X200 Pro হ্যান্ডসেটগুলি নতুন Dimensity 9400 চিপ দ্বারা চালিত বিশ্বের প্রথম ফোন হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে, Qualcomm Snapdragon 8 Gen 4 চিপ যুক্ত OnePlus 13 ফোনটি অক্টোবরের শেষের দিকে আত্মপ্রকাশ করবে।
আগামী ২১ অক্টোবর Oppo Find X8 সিরিজের লঞ্চ ইভেন্টে একাধিক প্রোডাক্ট উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, Oppo Pad 3 Pro ট্যাবলেট, Oppo Enco X3 TWS ইয়ারবাড, Oppo Watch X স্মার্টওয়াচের নতুন কালার ভ্যারিয়েন্ট এবং ম্যাগনেটিক ইকোসিস্টেম অ্যাক্সেসরিগুলি Oppo Find X8 সিরিজের সাথে একইসাথে বাজারে পা রাখবে। তিনি ওয়েইবো পোস্টের কমেন্টে সেকশনে উল্লেখ করেছেন যে Oppo Pad 3 Pro এবছরের শেষ নাগাদ ColorOS 15 আপগ্রেড পেতে পারে।