Oppo Find N5 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে OnePlus Open 2 নামে, 50MP ক্যামেরা থাকবে এই শক্তিশালী প্রসেসর

Oppo Find N5 OnePlus Open 2 Specifications Leaked - ওপ্পো ফাইন্ড এন৫ বা ওয়ানপ্লাস ওপেন ২ ফোল্ডেবল ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে টিপস্টার দাবি করেছেন। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হতে পারে।

Update: 2024-11-09 04:31 GMT

ওপ্পো তাদের নতুন ফোল্ডেবল ফোন Oppo Find N5 লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী বছরে অর্থাৎ ২০২৫ সালে এটি লঞ্চ হবে। আর গ্লোবাল মার্কেটে এটি OnePlus Open 2 নামে আসতে পারে। যদিও ডিভাইসটি লঞ্চ হতে এখনও কিছুমাস দেরি আছে, তবে এর সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার স্মার্ট পিকাচু Oppo Find N5 চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে এই ফোল্ডেবল স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এছাড়া তিনি লঞ্চের সময়ও প্রকাশ করেছেন।

Oppo Find N5 বা OnePlus Open 2 কখন লঞ্চ হবে

ওপ্পো ফাইন্ড এন৫ বা ওয়ানপ্লাস ওপেন ২ ২০২৫ সালের প্রথম অর্ধে লঞ্চ হবে বলে টিপস্টার জানিয়েছেন।‌ যদিও প্রথম অর্ধ বলতে জানুয়ারি থেকে জুন বোঝায়, তবে স্মার্ট পিকাচু নির্দিষ্ট করে কোনো মাস উল্লেখ করেননি। তাই আমরা সঠিক লঞ্চের তারিখ আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না।

Oppo Find N5 বা OnePlus Open 2 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

ওপ্পো ফাইন্ড এন৫ বা ওয়ানপ্লাস ওপেন ২ ফোল্ডেবল ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে টিপস্টার দাবি করেছেন। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই ফোল্ডেবল স্মার্টফোন পাতলা ও হালকা হবে। এতে মেটাল ফ্রেম ও ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিংয়ের সুবিধা থাকবে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ওপ্পো একটি ফোল্ডেবল ফোনে ওয়্যারলেস চার্জিং প্রদর্শন করছিল। এটি ওপ্পো ফাইন্ড এন৫ হতে পারে বলে মনে হচ্ছে।

টিপস্টার আরও বলেছেন যে, ওপ্পো ফাইন্ড এন৫ ফোল্ডেবল স্মার্টফোন অ্যাপল ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থাৎ এতে 'শেয়ার উইথ আইফোন' ফিচার থাকতে পারে। ইতিমধ্যেই এই ফিচার আমরা ওপ্পো ও ওয়ানপ্লাসের অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিনে দেখেছি।

এর আগে জানা গিয়েছিল যে, Oppo Find N5 ফোনে ৫,৫৬৫ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি (রেটেড) ব্যাটারি থাকবে। এর টিপিক্যাল ক্যাপাসিটি হবে ৫,৭০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। এর বডি ৯মিমি পুরু হবে।

Tags:    

Similar News