সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে লঞ্চের আগেই নয়া নজির গড়ল Oppo-র আপকামিং স্মার্টফোন

Update: 2024-09-20 08:48 GMT

ওপ্পো আগামী মাসে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ Oppo Find X8 সিরিজটি উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। তবে লঞ্চের অনেক আগে থেকেই এই লাইনআপের ডিভাইসগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গেছে। এগুলিকে বিভিন্ন সার্টিফিকেশন প্লাটফর্মেও দেখা গেছে। স্ট্যান্ডার্ড Oppo Find X8 মডেলটির পর, একটি নতুন ওপ্পো ডিভাইস, সম্ভবত Oppo Find X8 Pro Satellite Edition, আসন্ন Dimensity 9400 চিপসেটের সাথে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।

Oppo Find X8 Satellite Edition মডেলটিকে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে

PKC110 মডেল নম্বর সহ একটি ওপ্পো ডিভাইস গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি ওপ্পো ফাইন্ড এক্স৮ স্যাটেলাইট এডিশনের সাথে সম্পর্কিত বলে অনুমান করা হয়েছে। ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৩,০১০ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৮,৬৮৬ পয়েন্ট অর্জন করেছে।

এটি এখনও পর্যন্ত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসরের জন্য দেখা সর্বোচ্চ সিঙ্গেল-কোর স্কোর। কিন্তু এটি এখনও আসন্ন ওয়ানপ্লাস ১৩ হ্যান্ডসেটে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসরের পারফরম্যান্সের থেকে কম। ওয়ানপ্লাসের ফোনটি এই মাসের শুরুর দিকে সিঙ্গেল-কোর পরীক্ষায় ৩,২৩৬ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১০০৪৯ পয়েন্ট স্কোর করেছে। চিপসেট প্রস্তুতকারক এখনও প্রসেসরটির কার্যকারিতা বাড়ানোর জন্য অপ্টিমাইজ করছে, তাই ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলে আরও ভাল ফলাফল দেখা যাবে।

আরও পড়ুন : পুরো 6 হাজার টাকা ডিসকাউন্টে 108MP ক্যামেরার এই 5G স্মার্টফোন

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ডাইমেনসিটি 9400 চিপে একটি একক Cortex-X925 কোর রয়েছে যা 3.63GHz এ কাজ করে, তিনটি Cortex-X4 কোর 2.8GHz এ কাজ করে এবং কোয়াড Cortex-A7 সিরিজের কোর 2.1GHz এ কাজ করে। গ্রাফিক্সের জন্য, চিপসেটটি Mali-G925-Immortalis MC12 GPU দিয়ে সজ্জিত।

Oppo Find X8 সিরিজের মূল স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Oppo Find X8 Satellite Edition মডেলটি রেগুলার Find X8 Pro এর মতোই হবে, অতিরিক্ত ফিচার হিসাবে এতে স্যাটেলাইট সংযোগ থাকবে। রিপোর্টগুলি নির্দেশ দেয় যে Oppo Find X8 Pro হ্যান্ডসেটে ১.৫কে রেজোলিউশন সহ কার্ভড ডিসপ্লে থাকবে।

আরও পড়ুন : iPhone 16 কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের, স্টোরের সামনে লম্বা লাইন, দেখুন ভিডিও

Oppo Find X8 Pro হ্যান্ডসেটের পিছনে বৃত্তাকার কোয়াড-ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে প্রাইমারি লেন্সের সাথে এক জোড়া পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। ডিভাইসটিতে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি, যা ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি আইপি৬৯-রেটেড চ্যাসিস, একটি অ্যালার্ট স্লাইডার এবং একটি ক্যামেরা কন্ট্রোল বাটন অন্তর্ভুক্ত থাকতে পারে। ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ (ColorOS 15) কাস্টম স্কিনে চলবে।

Tags:    

Similar News