ক্যামেরায় হবে সবাই ফিদা! Oppo Find X8 Ultra ডুয়েল পেরিস্কোপ লেন্স ও এলটিপিও ডিসপ্লের সাথে আসছে

Oppo Find X8 Ultra Features - টিপস্টারের দাবি, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে মাইক্রো-কোয়াড-কার্ভ স্ক্রিন আছে।

Update: 2024-11-08 05:15 GMT

Oppo Find X8 Ultra Launch Date

ওপ্পো চীনের বাজারে সম্প্রতি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Oppo Find X8 এবং Oppo Find X8 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চালিত ফ্ল্যাগশিপ ফোনগুলি এমাসের শেষের দিকে অন্যান্য বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এদিকে, ব্র্যান্ডটি চীনা বাজারের জন্য Oppo Find X8 Ultra মডেলের ওপরও কাজ করছে বলে জানা গেছে। যদিও এটি ২০২৫ সালের জানুয়ারিতে লঞ্চ হবে, তবে ইতিমধ্যেই অনলাইনে এই ডিভাইসটির সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি আবার এক নির্ভরযোগ্য টিপস্টার সোশ্যাল মিডিয়ায় আল্ট্রা ভ্যারিয়েন্টের ডিসপ্লে এবং ক্যামেরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Oppo Find X8 Ultra ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে একটি আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট (এসএম৮৭৫০) প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন। যদিও তিনি ফোনের নাম উল্লেখ করেননি, তবে এটা স্পষ্ট যে তিনি পোস্টে ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা মডেলটির সম্পর্কেই কথা বলেছেন, কারণ তিনি উল্লেখ করেছেন যে ফোনটি একটি হ্যাসেলব্লাড (Hasselblad) ক্যামেরা সিস্টেমের সাথে আসবে।

টিপস্টারের দাবি, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে মাইক্রো-কোয়াড-কার্ভ স্ক্রিন আছে। এটিতে ৬.৮২ ইঞ্চির বিওই এক্স২ এলটিপিও ওলেড (BOE X2 LTPO OLED) প্যানেল রয়েছে, যা ২কে+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। সম্ভবত, ফাইন্ড এক্স৮ আল্ট্রা একই ডিসপ্লের সাথে আসতে পারে, যা ওয়ানপ্লাস ১৩ মডেলে আছে।

তিনি এও প্রকাশ করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা ফোনের ক্যামেরা সিস্টেম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এতে মিলবে একটি এক ইঞ্চির প্রাইমারি ক্যামেরা, ছোট ফোকাল লেন্থ সহ দুটি পেরিস্কোপ টেলিফটো লেন্স। টিপস্টার তার আগের একটি পোস্টে জানিয়েছিলেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা মডেলে ৩এক্স এবং ৬এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অবস্থান করবে। এছাড়াও, এতে একটি হ্যাসেলব্লাড মাল্টি-স্পেকট্রাল সেন্সর যোগ করা হবে। ফাইন্ড এক্স৮ আল্ট্রাতে একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি ৬৮ বা আইপি৬৯ রেটিং থাকবে।

উল্লেখ্য, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা হ্যান্ডসেটটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা, অনার ম্যাজিক ৭ আল্টিমেট, শাওমি ১৫ আল্ট্রা এবং ভিভো এক্স২০০ আল্ট্রা - এর মতো হ্যান্ডসেটগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আশা করা হচ্ছে। যদিও চীনা বাজারের পর স্ট্যান্ডার্ড ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তবে এক্স৮ আল্ট্রা চীনের বাইরে আসবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। কোম্পানি চীনে আগামী বছরের জানুয়ারি মাসে আল্ট্রা মডেলের পাশাপাশি ওপ্পো ফাইন্ড এক্স৮ মিনি হ্যান্ডসেটটিও উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News