চার্জ ফুরোনোর চিন্তা থেকে মুক্তি, বাহুবলী ব্যাটারি নিয়ে Oppo K12 Plus লঞ্চ হচ্ছে নবমীতে
Oppo K12 Plus ফোনটি চলতি মাসেই বাজারে পা রাখতে চলেছে। কোম্পানি এখন ডিভাইটির লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে।
ওপ্পো এমাসে তাদের বহু প্রতীক্ষিত Oppo Find X8 সিরিজের ডিভাইসগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এটিই একমাত্র নতুন প্রোডাক্ট লাইনআপ নয়, যা কোম্পানি অক্টোবরে বাজারে আনতে চলেছে। মিড-রেঞ্জ Oppo K12 Plus ফোনটি আগামী ১২ অক্টোবর লঞ্চ করা হবে।
এটি হবে এমন একটি ডিভাইস, যা ব্যাটারি লাইফ এবং পারফরম্যান্সের ওপর ফোকাস করে। প্রসঙ্গত, Oppo K12 এবছরের এপ্রিলে Snapdragon 7 Gen 3 চিপের সাথে লঞ্চ হয়েছিল। আর আসন্ন প্লাস মডেলটি ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম উপস্থিত হয়েছে, যথাক্রমে ৭৪৪ পয়েন্ট এবং ২,৫৭৩ সিঙ্গেল এবং মাল্টি-কোর স্কোর সহ। আসুন আপকামিং Oppo K12 Plus সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
Oppo K12 Plus ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওপ্পো কে১২ প্লাস ফোনটির সামনে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি বড় ৬,২২০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। তবে, একটি বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও, ফোনটি একটি মসৃণ ফর্ম ফ্যাক্টর বজায় রাখবে। এর পরিমাপ হবে ১৬২.৪৭×৭৫.৩৩×৮.৩৭ মিলিমিটার এবং ওজন মাত্র ১৯৩ গ্রাম।
যদিও কোম্পানি এখনও ফোনটি সম্পর্কে অনেক কিছু প্রকাশ করেনি, তবে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকবে শোনা যাচ্ছিল, এই একই চিপ স্ট্যান্ডার্ড ওপ্পো কে১২ মডেলেও রয়েছে। তবে, নাম দেখে মনে করা হচ্ছে এর কর্মক্ষমতায় উন্নতি দেখা যেতে পারে, যা আরও ভাল হিট ম্যানেজমেন্ট এবং একটি ভিন্ন সফ্টওয়্যার টিউনিংয়ের মাধ্যমে অর্জন করা হতে পারে। তবে, এটি সম্পর্কে কিছুই এখনও নিশ্চিত নয়, তাই এবিষয়ে জানতে আরও অপেক্ষা করতে হবে।
Oppo K12 Plus মডেলের সামগ্রিক ডিজাইনের ল্যাংগুয়েজও এবছরের এপ্রিলে প্রকাশিত Oppo K12-এর মতো হবে বলে আশা করা হচ্ছে। এটি কেমন হতে পারে, সেসম্পর্কে জানাতে স্ট্যান্ডার্ড মডেলটির স্পেসিফিকেশনগুলি দেখা যেতে পারে। Oppo K12 ফোনের স্ক্রিনে ১,১০০ নিট পিক ব্রাইটনেস, ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ফোনটিতে ইউএফএস ৩.১ ফাস্ট স্টোরেজ চিপ রয়েছে এবং এটি মোট তিনটি স্টোরেজ ও মেমরি কনফিগারেশনে আসে - ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ।
ক্যামেরার ক্ষেত্রে, Oppo K12 ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। Oppo K12 হ্যান্ডসেটে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Oppo K12 Plus মডেলও একইরকম চার্জিং গতি অফার করবে বলে আশা করা যায়।