Oppo Reno 12 সিরিজ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে গ্লোবালি লঞ্চ হল

Update: 2024-06-19 05:32 GMT

চীনে আত্মপ্রকাশের প্রায় এক মাস পর, ওপ্পো অবশেষে তাদের লেটেস্ট Reno 12 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro স্মার্টফোনগুলিকে বিশ্ববাজারে লঞ্চ করলো। এই সিরিজের সাথে কোম্পানি ডিভাইসের ডিজাইনের দিকেও বিশেষ মনোযোগ দিয়েছে, সাথে অনেক আর্টিফিসিয়াল ইন্ট্যালিজেন্স (AI) নির্ভর ফিচারও অফার করছে। আসুন Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro হ্যান্ডসেটের স্পেসিফিকেশন, মূল্য এবং লভ্যতা সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo Reno 12 Pro ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিজাইন এবং স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১২ প্রো ফোনের নেবুলা সিলভার কালার ভ্যারিয়েন্টের রিয়ার প্যানেলে একটি ওয়েভি ডিজাইন রয়েছে, যা প্রবাহিত তরল ধাতুর তরঙ্গের মতো দেখায়। অন্যদিকে, স্পেস ব্রাউন এবং সানসেট গোল্ড কালার শেডগুলির ম্যাট এবং গ্লসি অংশগুলি রিবন দ্বারা বিভক্ত৷ নেবুলা সিলভার মডেলটি ৭.৪৫ মিলিমিটার স্লিম এবং ১৮১ গ্রাম ওজনের, অন্য দুটি কালার অপশনের পরিমাপ ৭.৪০ মিলিমিটার এবং ওজন ১৮০ গ্রাম।

ওপ্পো রেনো ১২ প্রো হ্যান্ডসেটের সামনে ৬.৭ ইঞ্চির FHD+ (২,৪১২ × ১,০৮০ পিক্সেল) ওলেড কার্ভড ইনফিনিট ভিউ স্ক্রিন রয়েছে, যা কার্ভড এবং ফ্ল্যাট স্ক্রিনের সংমিশ্রণ, যা আকর্ষনীয় ৯৩.৫% স্ক্রিন-টু-বডি রেশিও প্রদান করে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, এইচডিআর১০+ সাপোর্ট এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ডিভাইসটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত।

পারফরম্যান্সের জন্য, Oppo Reno 12 Pro মডেলে ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত MediaTek Dimensity 7300-Energy প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে গ্রাফিক্সের জন্য Mali-G615 MC2 জিপিইউ যুক্ত রয়েছে। ফোনটিতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত। এছাড়াও অতিরিক্ত স্টোরেজের জন্য এই ওপ্পো ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে, যা ১ টিবি পর্যন্ত স্টোরেজ পর্যন্ত সম্প্রসারণ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে ১/১.৯৫ ইঞ্চির Sony LYT-600 সেন্সর, এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত রয়েছে। প্রাথমিক ক্যামেরাটির সাথে ১১২ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম ও ২০x ডিজিটাল জুম সাপোর্ট যুক্ত একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN5 টেলিফটো ক্যামেরা যুক্ত রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, Oppo Reno 12 Pro ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের Samsung JN5 সেন্সর বিদ্যমান।

উল্লেখযোগ্যভাবে, ব্র্যান্ডটি Oppo Reno 12 Pro হ্যান্ডসেটে অনেকগুলি অত্যাধুনিক এআই (AI) চালিত ফিচার যুক্ত করেছে। এর মধ্যে এআই ইরেজার ২.০ (AI Eraser 2.0) ফটোগুলি থেকে অবাঞ্ছিত বস্তুগুলিকে নির্বিঘ্নে অপসারণ করতে পারে। আবার এআই ক্লিয়ার ফেস (AI Clear Face) এইচডি স্পষ্টতা এবং কম বিকৃতির সাথে গ্রুপ ফটোগুলিকে উন্নত করে৷ এআই বেস্ট ফেস (AI Best Face) গ্রুপ ফটোতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ চোখ ঠিক করে এবং এআই স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ (AI Smart Image Matting 2.0) ফটোতে দ্রুত কাটআউট এবং সৃজনশীল উপাদান যোগ করতে সক্ষম। এছাড়া, এআই স্টুডিও (AI Studio) ইউজারদের ব্যাকগ্রাউন্ড যোগ করতে, চুলের স্টাইল পরিবর্তন করতে এবং একটি ছবি থেকে অভাবনীয় গ্রুপ শট তৈরি করতে দেয়।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 12 Pro হ্যান্ডসেটে ৮০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া ফোনটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নিরাপত্তার জন্য একটি ইনফ্রারেড সেন্সর, উন্নত অডিও এক্সস্পেরিয়েন্সের জন্য স্টেরিও স্পিকার এবং ধুলো ও জল প্রতিরোধী আইপি৬৫ (IP65) রেটিং।

Oppo Reno 12 ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

Oppo Reno 12 ফোনে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ (২,৪১২× ১,০৮০ পিক্সেল) কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত। এই হ্যান্ডসেটে MediaTek Dimensity 7300-Energy প্রসেসরটি ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত। এছাড়াও ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট বিদ্যমান, যা ১ টিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 12 ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের ১/১.৯৫ ইঞ্চির সনি LYT-600 সেন্সর প্রাইমারি ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচার ও ১১২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২০x পর্যন্ত ডিজিটাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN5 2x টেলিফটো ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার এবং ৪কে ৩০ এফপিএস (fps) ভিডিও রেকর্ডিং ক্ষমতা সহ একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN5 ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান৷ ডিভাইসটিতে প্রো মডেলের মতোই সমস্ত এআই (AI) ক্যামেরা ফিচার অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 12 ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ইনফ্রারেড সেন্সর, ইউএসবি টাইপ-সি অডিও এবং স্টেরিও স্পিকার। ফোনটি ধুলো এবং জল প্রতিরোধী আইপি৬৫ (IP65) রেটিং প্রাপ্ত চ্যাসিস অফার করে।

Oppo Reno 12 সিরিজের মূল্য এবং লভ্যতা

Oppo Reno 12 Pro ফোনটি নেবুলা সিলভার এবং স্পেস ব্রাউন শেডে এসেছে। ফোনটির ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৫৯৯ ইউরো (প্রায় ৫৩,৬০৫ টাকা)/ ৪৯৯ পাউন্ড (প্রায় ৫২,৮৫৫ টাকা)।

অন্যদিকে, Oppo Reno 12 হ্যান্ডসেটটি অ্যাস্ট্রো সিলভার এবং ম্যাট ব্রাউন কালারে পাওয়া যায়, যার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪৯৯ ইউরো (প্রায় ৪৪,৬৬০ টাকা)। এই মডেলগুলি চলতি মাসের শেষের দিকে ইউরোপ এবং যুক্তরাজ্যে বিক্রির জন্য উপলব্ধ হবে। ভারতের মার্কেটে এই হ্যান্ডসেটগুলি কবে প্রবেশ করবে, তা এখনও জানা যায়নি।

Tags:    

Similar News