একদম সস্তা ফোন হবে পোকো সি৭৫, লঞ্চের দু'দিন আগে দাম সহ সমস্ত ফিচার প্রকাশ্যে আনল পোকো
পোকো তাদের সি সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোনের উপর কাজ করছে বলে গত কয়েকমাস ধরে শোনা যাচ্ছে। এই ফোনের নাম পোকো সি৭৫। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। আজ পোকোর তরফে এই স্মার্টফোনের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি একটি টিজার রিলিজ করে পোকো সি৭৫ এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ফোনটি লঞ্চ হবে। আর টিজারে এর দামও উল্লেখ করা হয়েছে।
পোকো সি৭৫ এর দাম | Poco C75 Price
সংস্থার তরফে জানানো হয়েছে যে, পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১০৯ ডলার, যা ভারতীয় মূল্যে প্রায় ৯,২০০ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১২৯ ডলার, অর্থাৎ প্রায় ১০,৮০০ টাকা। এই দাম আর্লি বার্ড সেলের জন্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ করে আরও বাড়তে পারে। এদিকে পোকো সি৭৫ স্মার্টফোনটি ব্ল্যাক, সিলভার ও গ্রীন কালারে পাওয়া যাবে। আর সব মডেলে ডুয়েল টোন ফিনিশ দেখা যাবে।
পোকো সি৭৫ এর স্পেসিফিকেশন ও ফিচারটিজার পেজ থেকে জানা গেছে যে, পোকো সি৭৫ ফোনে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এর পিছনে গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এছাড়া আরেকটি সেন্সর থাকবে। আর সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ডিভাইসটি ৬ জিবি ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
এর আগে সামনে এসেছিল যে, পোকো সি৭৫ স্মার্টফোনে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে ৫০ মেগাপিক্সেল + ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হবে। আর পোকো সি৭৫ এনএফসি সাপোর্ট সহ আসবে।