Poco M5, Poco M5s একদিন পরেই দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হচ্ছে, তার আগে ফাঁস দাম সহ বিভিন্ন তথ্য
Poco আগামী ৫ সেপ্টেম্বর ভারতে Poco M5 ফোনটি লঞ্চ করতে চলেছে। পাশাপাশি ওইদিন এই ফোনের সাথে Poco M5s গ্লোবাল মার্কেটেও আত্মপ্রকাশ করতে চলেছে। ইতিমধ্যেই ফোন দুটির গুরুত্বপূর্ণ ফিচারগুলি সামনে এসেছে। তবে লঞ্চের কয়েকদিন আগে এখন Poco M5 ও Poco M5s হ্যান্ডসেট দুটির রেন্ডার, স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দাম সম্পর্কিত বেশ কিছু তথ্য জানা গেল। যারপর বলা যায়, ফোন গুলি বাজেট থেকে হাই বাজেট রেঞ্জে আসবে।
Poco M5, Poco M5s কালার ভ্যারিয়েন্ট, দাম এবং স্টোরেজ অপশন ফাঁস
রিপোর্ট অনুযায়ী, পোকো এম৫ তিনটি কালার ভ্যারিয়েন্টে আসবে - ব্ল্যাক, ইয়েলো এবং গ্রীন। অপরপক্ষে পোকো এম৫এস -ও তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে পোকো এম৫ ফোনে উন্নত পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট ব্যবহার করা হবে এবং এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ডিসপ্লে দেখা যাবে। অপরপক্ষে পোকো এম৫এস -এর ডিজাইন দেখে বিশেষজ্ঞরা মনে করছেন এটি রেডমি নোট ১০এস-এর রিব্র্যান্ডেড ভার্শন হতে চলেছে।
এদিকে জানা গেছে যে, পোকো এম৫ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ থাকবে - ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। আরএগুলির রাখা দাম হতে পারে যথাক্রমে ১৮৯ ইউরো (প্রায় ১৫,০০০ টাকা) এবং ২০৯ ইউরো (প্রায় ১৬,৫০০ টাকা)। অপরপক্ষে পোকো এম৫এস একই রকম দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্ট দুটির দাম রাখা হতে পারে যথাক্রমে ২২৯ ইউরো (প্রায় ১৮,২০০ টাকা) এবং ২৪৯ ইউরো (প্রায় ২০,০০০ টাকা)।
Poco M5-এর স্পেসিফিকেশন এবং ফিচার
টিজার অনুযায়ী, Poco M5 ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট ব্যবহার করা হবে এবং এতে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত হতে পারে।
Poco M5s-এর স্পেসিফিকেশন এবং ফিচার
আগেই বলেছি যে Poco M5s আদতে Redmi Note 10s এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সুতরাং দুটি ফোনের ফিচারে মিল থাকবে। সেক্ষেত্রে আসন্ন পোকো ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেখা যেতে পারে। এছাড়াও মনে করা হচ্ছে এতে পারফরম্যান্সের জন্য থাকবে হেলিও জি৯৯ চিপসেট এবং ফোনটি LPDDR4X র্যাম ও ইউএফএস২.২ স্টোরেজ সহ আসবে।
ফটোগ্রাফির জন্য এতে কোয়াড রিয়র ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হতে পারে - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়াও সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকতে পারে।
আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া বলে মনে করা হচ্ছে। এছাড়াও Povo M5s-এ ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ডুয়াল স্টিরিও স্পিকার, মাইক্রো এসডি স্লট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।