অসাধারণ ডিজাইনের এই Poco 5G ফোন এখন কিনুন মাত্র 7499 টাকায়, আছে 50MP ক্যামেরা

Poco M6 5G Price - পোকো এম৬ ৫জি এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম ৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফোনটি ১,০০০ টাকা ছাড়ে ৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

Update: 2024-10-26 03:53 GMT

এই দীপাবলিতে আপনি ৮,০০০ টাকার কমে কিনে নিতে পারেন একটি ৫জি স্মার্টফোন। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল আর ৪ দিন পরেই শেষ হচ্ছে। তার আগে এই সেলে বাম্পার ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। এখান থেকেই পোকো এম৬ ৫জি (Poco M6 5G) কেনা যাবে ৭,৪৯৯ টাকায়। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত রয়েছে। এবার আপনি ভাবতে পারেন যে, এত কম দাম হওয়ায় নিশ্চয়ই এর ফিচার অত্যন্ত খারাপ হবে। আজ্ঞে না! পোকো এফ৬ ৫জি ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। আবার ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে।

৮,০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে পোকো এম৬ ৫জি স্মার্টফোন

পোকো এম৬ ৫জি এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম ৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফোনটি ১,০০০ টাকা ছাড়ে ৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আপনার কাছে যদি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে অতিরিক্ত ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

অর্থাৎ পোকো এম৬ ৫জি স্মার্টফোনটি মাত্র ৭,৪৯৯ টাকায় কেনা যাবে। ৮,০০০ টাকার কমে কোনো ডিভাইস খুঁজে থাকলে এটি আদর্শ হতে পারে। যদিও অফার এখানেই শেষ নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করে ফোনটি কিনতে চাইলে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। হ্যান্ডসেটটি ওরিয়ন ব্লু, গ্যালাকটিক ব্ল্যাক এবং পোলারিস গ্রিন কালারে উপস্থিত।

পোকো এম৬ ৫জি স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এম৬ ৫জি ফোনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এই ডিভাইসে আছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটি মালি-জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত।

পোকো এম৬ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর এই ফোনে রয়েছে স্প্ল্যাশ রেজিস্ট্যান্স ও ডাস্ট প্রোটেকশন।

Tags:    

Similar News