Poco X6 5G কিনে ফেলুন সবথেকে সস্তায়, ডিসকাউন্ট শুধু এই ব্যাঙ্কের ডেবিট কার্ডে

Update: 2024-06-14 12:23 GMT

পোকো গত জানুয়ারি মাসে Poco X6 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। সেসময় ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ ফোনটির বেস মডেলের দাম ছিল ২১,৯৯৯ টাকা। তবে এখন, একই মডেল ৩,০০০ হাজার টাকা ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। অর্থাৎ, ক্রেতারা এখন Poco X6 5G ফোনটি ১৭,৯৯৯ টাকায় পাবেন। আসুন এই বিশেষ অফারটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Poco X6 5G ফোনের সাথে মিলছে ব্যাপক অফার

পোকো এক্স৬ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি বর্তমানে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) ই-কমার্স প্ল্যাটফর্মে ১৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় রয়েছে৷ এই অফারটি পোকো এক্স৬ ৫জি হ্যান্ডসেটের কার্যকর মূল্য ১৭,৯৯৯ টাকায় নামিয়ে এনেছে।

Poco X6 5G ফোনের স্পেসিফিকেশন

পোকো এক্স৬ ৫জি হ্যান্ডসেটে ১.৫কে রেজোলিউশন (১,২২০ x ২,৭১২ পিক্সেল), ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে৷ স্ক্রিনটি গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত এবং অতিরিক্ত স্থায়িত্বের জন্য ডিভাইসটিতে একটি আইপি৫৪ (IP54) রেটেড চ্যাসিস রয়েছে।

Poco X6 5G ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেটে চলে, যা এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত। Poco X6 5G মডেলটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে, তবে এটি শীঘ্রই লেটেস্ট হাইপারওএস (HyperOS) আপগ্রেড পাবে বলে আশা করা হচ্ছে। Poco X6 5G তিনটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি প্যাচ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Poco X6 5G ডিভাইসটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, পোকো ফোনটিতে ৫,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে৷

Tags:    

Similar News