Qualcomm লঞ্চ করল Snapdragon W5+ Gen 1, W5 Gen 1 চিপ, থাকবে Oppo Watch 3 স্মার্টওয়াচে
কোয়ালকম (Qualcomm) গতকাল, ১৯ জুলাই তাদের লেটেস্ট Snapdragon W5+ Gen 1 এবং Snapdragon W5 Gen 1 ওয়্যারেবল প্ল্যাটফর্মগুলি উন্মোচন করেছে। কোয়ালকম দাবি করেছে যে, Snapdragon W5+ প্ল্যাটফর্মটি ৫০ শতাংশ কম শক্তি খরচ করে এবং সেই সাথে চিপটি পূর্বসূরির তুলনায় ৩০ শতাংশ ছোট প্যাকেজে ২X উচ্চতর কর্মক্ষমতা এবং সমৃদ্ধ ফিচার সরবরাহ করতে পারে। এছাড়াও, সদ্য লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ওয়্যারেবল প্ল্যাটফর্মগুলি একটি হাইব্রিড আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এগুলির প্রত্যেকটিতে একটি ৪ ন্যানোমিটার সিস্টেম অন চিপ এবং একটি ২২ ন্যানোমিটার অত্যন্ত সমন্বিত অলওয়েজ-অন-কো-প্রসেসর রয়েছে। চলুন এই নতুন অত্যাধুনিক প্ল্যাটফর্মগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Qualcomm বাজারে আনলো তাদের দুটি নতুন ওয়্যারেবল প্ল্যাটফর্ম
ওপ্পো (Oppo) এবং মোবিভই (Mobivoi) সংস্থা দুটি ইতিমধ্যেই ঘোষনা করেছে যে, তারা লেটেস্ট স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ প্লাস জেন ১ এবং স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেন ১ প্ল্যাটফর্মের সাথে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। আসন্ন ওপ্পো ওয়াচ ৩ সিরিজের স্মার্টওয়াচগুলি এই চিপগুলি দ্বারা চালিত প্রথম ডিভাইস হিসেবে আগস্টেই বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। আবার কোয়ালকমের নয়া প্ল্যাটফর্মের সাথে মোবিভই-এর পরবর্তী প্রজন্মের টিকওয়াচ ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচটি চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে। ওপ্পো জানিয়েছে যে, তারা কোয়ালকমের সাথে যৌথভাবে তাদের ওয়াচ ৩ সিরিজটি তৈরি করেছে। কোয়ালকমের স্মার্ট ওয়্যারেবল বিভাগের গ্লোবাল বিজনেস হেড পঙ্কজ কেডিয়া জানিয়েছেন যে, তাদের প্রোডাক্ট সেগমেন্টের মধ্যে আরও ২৫টি মডেল বর্তমানে পাইপলাইনে রয়েছে।
প্রসঙ্গত, নয়া স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ প্লাস জেন ১ প্ল্যাটফর্মটি আগের প্রজন্মের তুলনায় ৫০ শতাংশ কম শক্তি ক্ষয় করে, ৩০ শতাংশ ছোট প্যাকেজে ২X উচ্চতর পারফরম্যান্স এবং উন্নত ফিচার অফার করে। এই নতুন স্ন্যাপড্রাগন ওয়্যারেবল প্ল্যাটফর্মগুলি একটি হাইব্রিড আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই দুই প্ল্যাটফর্মেও একটি ৪ ন্যানোমিটার সিস্টেম অন চিপ এবং একটি ২২ ন্যানোমিটার হাইলি ইন্টিগ্রেটেড অলওয়েজ-অন-কো-প্রসেসর বর্তমান। কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ প্লাস জেন ১ এবং স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেন ১ প্ল্যাটফর্মগুলি আল্ট্রা-লো-পাওয়ার ব্লুটুথ ৫.৩ আর্কিটেকচারকে সাপোর্ট করে৷
এছাড়াও, বর্তমান যুগের গ্রাহকদের চাহিদার দিকে খেয়াল রেখে ওয়্যারেবল সেগমেন্টে এই নয়া প্ল্যাটফর্মগুলি কোয়ালকমের সবচেয়ে উন্নত লিপ বলে মনে করা হচ্ছে। Snapdragon W5+ Gen 1 এবং Snapdragon W5 Gen 1 উভয়ই নতুন ডিপ স্লিপ এবং হাইবারনেট স্টেটগুলিকে সাপোর্ট করে, সেইসাথে ওয়াই-ফাই, পজিশনিং এবং অডিও সাবসিস্টেমগুলির জন্য কম শক্তির "আইল্যান্ডগুলি" অফার করে, যা ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করতে পারে।
এছাড়াও, কোয়ালকম টেকনোলজিস তাইওয়ানের দুই সংস্থা কম্প্যাল (Compal) এবং পেগাট্রন (Pegatron)-এর থেকে দুটি রেফারেন্স ডিজাইনও ঘোষণা করেছে, যা প্ল্যাটফর্মের ক্ষমতা এবং এই ইকোসিস্টেম সহযোগীদের সাথে কোম্পানির পার্টনারশিপটি প্রদর্শন করে। কোম্পানির দাবি, কম্প্যাল এবং পেগাট্রন গ্রাহকদের জন্য দ্রুত প্রোডাক্ট ডেভেলপমেন্টে সহায়তা করবে।