Realme 11 4G: সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল রিয়েলমি ১১ ৪জি
রিয়েলমি আজ (৩১ জুলাই) তাদের বর্তমান নম্বর সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Realme 11 4G। এই ৪জি কানেক্টিভিটি যুক্ত মডেলটিকে আপাতত ভিয়েতনামের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এটি সেদেশে ইতিমধ্যেই উপলব্ধ Realme 11 Pro এবং Pro+ ফোনেগুলির সাথে যোগদান করেছে। লেটেস্ট মডেলটি Realme 10-এর উত্তরসূরি হিসেবে এসেছে। Realme 11 4G-তে রয়েছে sAMOLED ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন ফোনটির সকল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Realme 11 4G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
রিয়েলমি ১১ ৪জি মডেলটি ৬.৪ ইঞ্চির এস-অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে, যার ওপরের বাম কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট এবং নীচের দিকে পুরু বেজেল রয়েছে। ডিসপ্লেটি ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। দুর্ঘটনাজনিত ক্ষতি এবং স্ক্র্যাচ থেকে সুরক্ষার জন্য ডিসপ্লেটির ওপরে গরিলা গ্লাস ৫-এর স্তর রয়েছে। ডিজাইনের ক্ষেত্রে, রিয়েলমি ১১ ৪জি-তে বৃত্তাকার ক্যামেরা মডিউল সহ গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল বর্তমান। নিরাপত্তার জন্য, রিয়েলমি ১১ ৪জি-এর পাওয়ার বাটনে এম্বেড করা একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আবার মিডিয়াটেকের হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা ফোনটি চলবে। এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট সহ ৮ জিবি ফিজিক্যাল র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে, Realme 11 4G-তে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। আর সেলফির জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 11 4G মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে।
Realme 11 4G-এর মূল্য ও লভ্যতা
ভিয়েতনামের বাজারে Realme 11 4G-এর ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম রাখা হয়েছে যথাক্রমে ৭৩,৯০,০০০ ভিয়েতনামী ডং (প্রায় ২৫,৬৭০ টাকা) এবং ৭৯,৯০,০০০ ভিয়েতনামী ডং (প্রায় ২৭,৮৫০ টাকা)। ফোনটি ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে পাওয়া যাবে। তবে এটি ভারতে কবে লঞ্চ হবে, সেসম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।