রিয়েলমির চমক, মিড রেঞ্জের Realme 12 Pro ও Realme 12 Pro+ ফোনে থাকবে টেলিফটো ক্যামেরা
Realme সম্প্রতি Realme GT 5 Pro নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চের কথা নিশ্চিত করেছে। এটি সংস্থার প্রথম স্মার্টফোন হবে যাতে পেরিস্কোপ লেন্স ব্যবহার করা হবে বলে জানা গেছে। এক্ষেত্রে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) হালফিলে দাবি করেছিলেন যে, Realme আরেকটি নম্বর সিরিজের স্মার্টফোনের উপর কাজ করছে, যাতেও পেরিস্কোপ লেন্স থাকবে। আজ টিপস্টার মাইক্রোব্লগিং সাইট উইবো -তে একটি পোস্ট শেয়ার করে দাবি করেন যে, পেরিস্কোপ লেন্সের সাথে আসন্ন স্মার্টফোন লাইনআপটি হল Realme 12 Pro। এই সিরিজের অধীনে মোট দুটি মডেল আত্মপ্রকাশ করবে, যথা Realme 12 Pro and Realme 12 Pro+। আলোচ্য ডিভাইস দুটির সম্ভাব্য কী-ফিচার এবং দামও প্রকাশ্যে নিয়ে এসেছেন টিপস্টার।
Realme 12 Pro স্মার্টফোন সিরিজের কী-ফিচার ফাঁস হল অনলাইনে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের লেটেস্ট পোস্ট অনুসারে, আসন্ন রিয়েলমি ১২ প্রো স্মার্টফোন সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেট ৪এনএম প্রসেসিং নোড দ্বারা নির্মিত এবং এতে ২.৬৩ গিগাহার্টজের একটি কর্টেক্স-এ৭১৫ কোর, ২.৪ গিগাহার্টজের তিনটি কর্টেক্স-এ৭১৫ কোর, ১.৮ গিগাহার্টজের চারটি কর্টেক্স-এ৫১০ কোর রয়েছে। এছাড়াও এই এসওসি অ্যাড্রেন জিপিইউ সাপোর্ট করে।
টিপস্টার আরও দাবি করেছেন যে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ রিয়েলমি ১২ প্রো ২এক্স অপটিক্যাল জুম সমর্থিত ৩২ মেগাপিক্সেলের Sony IMX 709 টেলিফটো সেন্সরের সাথে লঞ্চ হবে। অন্যদিকে, রিয়েলমি ১২ প্রো+ স্মার্টফোনে ৩এক্স অপটিক্যাল জুম যুক্ত ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকতে পারে।
ডিজিটাল চ্যাট স্টেশন আসন্ন রিয়েলমি ১২ প্রো সিরিজের একটি কনসেপ্ট রেন্ডারও শেয়ার করেছেন। এই রেন্ডারে সিরিজের একটি মডেলে LED ফ্ল্যাশ সহ বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গেছে। এই মডিউলের ভিতর - দুটি সেন্সর এবং একটি আয়তক্ষেত্রাকার পেরিস্কোপ লেন্স উপস্থিত। দেখতে গেলে, আসন্ন সিরিজের ক্যামেরা লেআউট অনেকটা পূর্বসূরি রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) সিরিজের সাথে সাদৃশ্যপূর্ণ।
প্রসঙ্গত, Realme 12 Pro সিরিজের উচ্চতর মডেলের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ২,০৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২৫,০০০ টাকা) রাখা হবে বলেও জানিয়েছেন টিপস্টার। এছাড়া খবর পাওয়া যাচ্ছে যে, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকেই উক্ত স্মার্টফোন লাইনআপটি আত্মপ্রকাশ করতে পারে।