Redmi Note 13 সিরিজকে টেক্কা দিতে ভারতে আসছে Realme 12 Pro ও Realme 12 Pro+

Update: 2023-12-10 03:44 GMT

সম্প্রতি রিয়েলমি তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ Realme GT 5 Pro লঞ্চ করেছে। শোনা যাচ্ছে, কোম্পানি এবার Realme 12 সিরিজের লঞ্চের ওপর মনোনিবেশ করেছে। যদিও সিরিজটি সম্পর্কে বিশদ তথ্য এখনও সামনে আসেনি, তবে Realme 12 Pro এবং 12 Pro+ এখন ভারতের বিআইএস (BIS) সাইটে দেখা গেছে। স্ট্যান্ডার্ড Realme 12 ভ্যারিয়েন্টের ওপরও কাজ চলছে বলে আশা করা হচ্ছে। চলুন দেখে নিই, সার্টিফিকেশন লিস্টিং থেকে Pro মডেলগুলি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে।

Realme 12 Pro এবং Realme 12 Pro+ পেল BIS সার্টিফিকেশন

রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন দুটি RMX3842 এবং RMX3840 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। RMX3840 মডেল নম্বরটি সম্ভবত রিয়েলমি ১২ প্রো প্লাসের। পূর্বে ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও একে দেখা গেছে। আর, RMX3842 মডেল নম্বরটি রিয়েলমি ১২ প্রো-এর সাথে যুক্ত বলে আশা করা হচ্ছে।

আগের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে, রিয়েলমি ১২ প্রো প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরে চলবে এবং এতে প্রাইমারি ক্যামেরা হিসাবে ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি ৩x পেরিস্কোপ টেলিফটো সেন্সর ব্যবহৃত হবে। অন্যদিকে, রিয়েলমি ১২ প্রো ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ ২x টেলিফটো লেন্স সহ আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, রিয়েলমির নম্বর সিরিজকে সাধারণত রেডমি নোট লাইনআপের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়। লঞ্চের পর Realme 12 সিরিজও সম্ভবত Redmi Note 13 সিরিজের সম্মুখীন হবে, যা ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে এবং শীঘ্রই গ্লোবাল বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। রিয়েলমি এই সিরিজটি আগামী মাসে লঞ্চ করতে পারে।

Tags:    

Similar News