অভাবনীয় ক্যামেরা অফার করবে Realme GT Neo 6 ও Realme 12 সিরিজ, লঞ্চ কখন হবে

Update: 2023-12-15 13:00 GMT

রিয়েলমি সম্প্রতি একাধিক নতুন ফোন লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ Realme GT 5 Pro এবং Realme V50 সিরিজের মতো এন্ট্রি-লেভেল 5G হ্যান্ডসেটও। ভারতে ব্র্যান্ডটি সম্প্রতি Realme C67 লঞ্চ করেছে, যা ফাইভ-জি সাপোর্ট সহ তাদের C-সিরিজের প্রথম ফোন। ফলে মনে করা হচ্ছে যে, বছরের আর বাকি ১৫ দিনের মধ্যে রিয়েলমির আর কোনও নতুন স্মার্টফোন লঞ্চের কোনও পরিকল্পনা নেই৷ তবে তারা নতুন বছরটা বড় চমকের সাথে শুরু করবে বলে আশা করা হচ্ছে, কারণ Realme 12 সিরিজ এবং ফ্ল্যাগশিপ Realme GT Neo 6 আগামী বছরের প্রথমদিকে লঞ্চ হবে বলে খবর।

Realme 12 Pro সিরিজ এবং Realme GT Neo 6 শীঘ্রই লঞ্চ হতে চলেছে

রিয়েলমি জিটি ৫ প্রো হল কোম্পানির প্রথম স্মার্টফোন, যা একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করে। এতে সনি আইএমএক্স৮৯০ পেরিস্কোপ জুম ক্যামেরা রয়েছে, যা ৩x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১২ এবং আইকো ১২ সিরিজের মতো সমসাময়িক ফ্ল্যাগশিপ ফোন ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ এসেছে, যা ৩x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করে।

লেটেস্ট রিপোর্ট বলছে, রিয়েলমি ১২ প্রো সিরিজের স্মার্টফোনগুলিতে ফ্ল্যাগশিপ-লেভেলের ওভি৬৪বি পেরিস্কোপ জুম ক্যামেরা থাকতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উল্লেখ করেছেন যে, এই মিড-রেঞ্জ ক্যামেরা-ফোকাসড ফোনগুলি শীঘ্রই বাজারে আসবে। ইতিমধ্যেই জানা গেছে যে, রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস যথাক্রমে RMX3842 এবং RMX3840 মডেল নম্বর বহন করে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, Realme 12 Pro সিরিজের দুটি ফোনেই Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট থাকবে। Pro মডেল ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফোটো ক্যামেরা, আর Pro+ মডেলটি ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের OV64B পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসতে পারে।

এছাড়া, ডিজিটাল চ্যাট স্টেশন এও দাবি করেছেন যে, ব্র্যান্ডটি Qualcomm Snapdragon 8 Gen 2-চালিত Realme GT Neo 6-এর ওপরও কাজ করছে। তিনি এরসাথে যোগ করেছেন যে, Realme GT Neo 6 চীনা নববর্ষের (১০ ফেব্রুয়ারি) পরে আত্মপ্রকাশ করবে, যা ইঙ্গিত দেয় যে এটি ফেব্রুয়ারির শেষের দিকে লঞ্চ হতে পারে।

Tags:    

Similar News