বাজার কাঁপিয়ে Realme 12 Pro ভারতে হাজির, কম দামেই পাবেন তুখোড় ফিচার্স!

Update: 2024-01-29 11:49 GMT

দীর্ঘ প্রতীক্ষার পর রিয়েলমি আজ ভারতে Realme 12 Pro সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে দুটি মডেল এসেছে - Realme 12 Pro ও Realme 12 Pro Plus। উভয় ফোনে একই ডিজাইন থাকলেও, স্পেসিফিকেশন ভিন্ন। গত বছরের Realme 11 Pro সিরিজের মতোই নয়া ফোনগুলির বিশেষত্ব লুকস এবং ক্যামেরা। এর মধ্যে Pro ভ্যারিয়েন্টটি ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের Sony OIS ক্যামেরা এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। চলুন Realme 12 Pro-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Realme 12 Pro-এর স্পেসিফিকেশন

Realme 12 Pro-এর প্রধান আকর্ষণ হল বিলাসবহুল হাতঘরি থেকে অনুপ্রাণিত ডিজাইন। এতে ফেক লেদার ব্যাক প্যানেল এবং বিরাট রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটির সামনে ৬.৭ ইঞ্চির পাঞ্চ-হোল কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ২,৪১২ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে।

এছাড়াও, এই ১০-বিট স্ক্রিনটি ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস লেভেল পর্যন্ত সাপোর্ট করে। এই রিয়েলমি হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট দ্বারা চালিত এবং অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৫.০ (Realme UI 5.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme 12 Pro-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর, ২x টেলিফটো লেন্স ও ওআইএস সহ একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত রয়েছে৷ আর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য Realme 12 Pro শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস-সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Realme 12 Pro-এর মূল্য এবং লভ্যতা

রিয়েলমি ১২ প্রো ভারতে দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের ২৫,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি ফ্লিপকার্ট (Flipkart) ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি এদেশের রিটেইল স্টোরগুলিতে সাবমেরিন ব্লু এবং নেভিগেটর বেইজ- এই দুই কালার অপশনে পাওয়া যাবে।

রিয়েলমি ১২ প্রো-এর আর্লি অ্যাক্সেস সেল আজ, ২৯ জানুয়ারি সন্ধ্যা ছ'টায় শুরু হবে। আর রেগুলার ফার্স্ট সেল আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে৷ প্রি-অর্ডার উইন্ডোটি অফলাইন স্টোরের জন্য আজ থেকেই খোলা, তবে অনলাইন চ্যানেলগুলিতে আগামীকাল থেকে ওপেন হবে।

Tags:    

Similar News