রিয়েলমির নতুন 5G স্মার্টফোনে 16 জিবি র্যাম, 50MP ক্যামেরা ও 45W চার্জিং, লঞ্চ শীঘ্রই
রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনটি শীঘ্রই বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন ফোনটি চীনের টেনা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।
রিয়েলমি সম্প্রতি ভারতে রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনটি লঞ্চ করেছে। শোনা যাচ্ছে যে চীন এমাসে দুটি ফোনই প্রকাশ করবে। তবে এই ডিভাইসগুলি ছাড়াও, ব্র্যান্ডটি হোম মার্কেটের জন্য কয়েকটি রিয়েলমি ১৩ সিরিজের স্মার্টফোনও লঞ্চ করতে পারে। চীনের ৩সি এবং টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এই মাসের শুরুতে আরএমএক্স৩৯৫২ মডেল নম্বর সহ একটি নতুন রিয়েলমি ফোনকে অনুমোদন করেছে। অনুমান করা হচ্ছে যে এটি বাজারে রিয়েলমি ১৩ ৫জি নামে লঞ্চ হবে। চীনের টেনা কর্তৃপক্ষ এখন আরএমএক্স৫০০২ মডেল নম্বর সহ একটি নতুন ফোন অনুমোদন করেছে, যা রিয়েলমি ১৩ প্লাস ৫জি বলে মনে করা হচ্ছে। ডিভাইসটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টেনা সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনটি ২,৪০০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ফুলএইচডি+ স্ক্রিন থাকবে। এটি সম্ভবত ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর চিপ দ্বারা চালিত হবে, তবে এর সঠিক নাম এখনও জানা যায়নি।
ডিভাইসটি বিভিন্ন র্যাম ভ্যারিয়েন্টে আসতে পারে: ৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি। ফোনটি ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি সহ একাধিক স্টোরেজ অপশনে মিলবে বলে আশা করা হচ্ছে। বর্ধিত স্টোরেজের জন্য এটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে।
রিয়েলমি ১৩ প্লাস ৫জি হ্যান্ডসেটে সম্ভবত ৪,৮৮০ এমএএইচ রেটেড ভ্যালুর ব্যাটারি থাকবে, যার একটি সাধারণ ক্ষমতা ৫,০০০ এমএএইচ-এ পৌঁছতে পারে। এই ব্যাটারিটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
নিরাপত্তার জন্য, রিয়েলমি ১৩ প্লাস ৫জি মডেলে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত করা হতে পারে। ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে রান করবে। ফোনটির পরিমাপ ১৬১.৭ x ৭৪.৭ x ৭.৬ মিলিমিটার এবং এটির ওজন প্রায় ১৮৫ গ্রাম হবে।