Realme 9i 5G কম দামে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ হল

Update: 2022-08-18 07:48 GMT

Realme 9i 5G আজ প্রত্যাশামতোই ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কাছাকাছি। Realme 9i 5G ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আবার এই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি‌। এছাড়া ফোনটি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ এসেছে। আসুন Realme 9i 5G ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

রিয়েলমি ৯ আই ৫জি দাম (Realme 9i 5G Price in India, Sale Date)

রিয়েলমি ৯ আই ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটি মেটালিক গোল্ড, রকিং ব্ল্যাক ও সোলফুল ব্লু কালারে এসেছে।

আগামী ২৪ আগস্ট Flipkart ও Realme.com থেকে Realme 9i 5G ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের কার্ডধারীরা ১ হাজার টাকা ছাড় পাবেন।

রিয়েলমি ৯ আই ৫জি স্পেসিফিকেশন, ফিচার (Realme 9i 5G Specifications, Features)

রিয়েলমি ৯ আই ৫জি ফোনের সামনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০ নিটস ব্রাইটনেস অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমি ৯ আই ৫জি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Realme 9i 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি পোট্রেট শুটার ও একটি ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Realme 9i 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে এতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিন।

Tags:    

Similar News