Realme C63 vs Moto G24 Power: দাম শুরু মাত্র ৮৯৯৯ টাকা থেকে, রিয়েলমি নাকি মোটো ফোন ভালো

By :  SUPARNA
Update: 2024-07-03 08:49 GMT

আপনি যদি ১০,০০০ টাকার কমে স্মার্টফোন কিনতে চান তাহলে রিয়েলমি সি৬৩ এবং মোটো জি২৪ পাওয়ার -এর মধ্যে যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন। উভয় হ্যান্ডসেটই - একাধিক চিত্তাকর্ষক ফিচার, দুর্দান্ত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং ভারী স্টোরেজ অফার করে। সর্বোপরি ফোন দুটির দাম ৮,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। যদিও হ্যান্ডসেটগুলির বেশ কয়েকটি ফিচার আলাদা। যার ভিত্তিতে আপনি নিজের চাহিদা অনুযায়ী যেকোনো একটিকে বেছে নিতে পারেন। নীচে রিয়েলমি সি৬৩ এবং মোটো জি২৪ পাওয়ার স্মার্টফোনের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করা হল…

রিয়েলমি সি৬৩ বনাম মোটো জি২৪ পাওয়ার : দাম

ভারতে রিয়েলমি সি৬৩ ফোন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। যার দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি - লেদার ব্লু এবং জেড গ্রিন কালারে পাওয়া যাবে।

মোটো জি২৪ পাওয়ার স্মার্টফোন মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্প মাত্র ৯,৯৯৯ টাকা খরচ করে কেনা যাবে। এটি - গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু কালার অপশনে মিলবে৷

রিয়েলমি সি৬৩ বনাম মোটো জি২৪ পাওয়ার : ডিসপ্লে, সেন্সর

রিয়েলমি সি৬৩ ফোনে ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৪৫০ নিট পিক ব্রাইটনেস, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৯০.৩% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লে 'রেইন ওয়াটার স্মার্ট টাচ' প্রযুক্তির সাথে এসেছে। ফলে বর্ষাকালে বা বাথরুমের মতো স্যাঁতসেঁতে পরিবেশে ফোনটির স্ক্রিন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

মোটো জি২৪ পাওয়ার স্মার্টফোনে রয়েছে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০ নিট ব্রাইটনেস অফার করে। নিরাপত্তার জন্য এতেও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

রিয়েলমি সি৬৩ বনাম মোটো জি২৪ পাওয়ার : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

রিয়েলমি সি৬৩ ফোনে ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। এই ফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য মোটো জি২৪ পাওয়ার ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে। আবার ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট সহ এসেছে এই ফোন। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিনে রান করে।

রিয়েলমি সি৬৩ বনাম মোটো জি২৪ পাওয়ার : ক্যামেরা সেটআপ

রিয়েলমি সি৬৩ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। সহায়ক লেন্সের রেজোলিউশন এখনো অজানা। ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য মোটো জি২৪ পাওয়ার স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

রিয়েলমি সি৬৩ বনাম মোটো জি২৪ পাওয়ার : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

রিয়েলমি ব্র্যান্ডের এই লেটেস্ট ৪জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর রিটেল বক্সে চার্জার অ্যাডাপ্টর সামিল থাকবে।

মোটো জি২৪ পাওয়ার স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ওয়াট টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

রিয়েলমি সি৬৩ বনাম মোটো জি২৪ পাওয়ার : পরিমাপ, রেটিং

রিয়েলমি সি৬৩ ফোনের পরিমাপ ১৬৭.৩x৭৬.৭x৭.৭ মিমি এবং ওজন ১৮৯/১৯১ গ্রাম। এটি আইপি৫৪ রেটিং প্রাপ্ত।

মোটো জি২৪ পাওয়ার স্মার্টফোনের পরিমাপ ১৬৩.৫x৭৪.৫x৯ মিমি এবং ওজন ১৯৭ গ্রাম। এটি আইপি৫২ সার্টিফাইড চ্যাসিস সহ আসায় জল এবং ধুলো প্রতিরোধী।

Tags:    

Similar News