বাজেটের মধ্যে Realme C75 দেবে 45W ফাস্ট চার্জিংয়ের সুবিধা, কবে লঞ্চ হবে

রিয়েলমি সি৭৫ এর মডেল নম্বর RMX3941। এই একই মডেল নম্বর সহ ফোনটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে জানা গেছে যে, এই হ্যান্ডসেটে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Update: 2024-11-13 12:48 GMT

রিয়েলমি তাদের নতুন সি সিরিজের ফোনের উপর কাজ শুরু করেছে। এই স্মার্টফোনের নাম Realme C75। ইতিমধ্যেই এই বাজেট হ্যান্ডসেটকে এফসিসি, এনবিটিসি সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে ডিভাইসটির ছবি সহ কিছু ফিচার ফাঁস হয়েছে। জানা গেছে এতে ৫,৮২৮ এমএএইচ ব্যাটারি থাকবে। আজ আবার রিয়েলমি সি৭৫ ফোনকে এলিমেন্ট ম‌্যাটেরিয়াল টেকনোলজি সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এটি গত বছরের ডিসেম্বরে আসা রিয়েলমি সি৬৫ ৫জি এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে।

Realme C75 কে দেখা গেল এলিমেন্ট ম‌্যাটেরিয়াল টেকনোলজি সার্টিফিকেশন সাইটে

অন্যান্য সার্টিফিকেশন সাইট থেকে আগেই জানা গিয়েছে যে, রিয়েলমি সি৭৫ এর মডেল নম্বর RMX3941। এই একই মডেল নম্বর সহ ফোনটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে জানা গেছে যে, এই হ্যান্ডসেটে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যেখানে রিয়েলমি সি৬৫ ৫জি মডেলটি ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এসেছিল। অর্থাৎ উত্তরসূরিতে বড় আপগ্রেড দেখা যাবে।

যদিও এছাড়া এলিমেন্ট ম‌্যাটেরিয়াল টেকনোলজি সার্টিফিকেশন সাইট থেকে রিয়েলমি সি৬৫ সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায় একে শীঘ্রই অন্যান্য সার্টিফিকেশন সাইটেও দেখা যাবে এবং কোম্পানির তরফেও দ্রুত এর লঞ্চের তারিখ ঘোষণা করা হবে। সম্ভবত রিয়েলমি সি৬৫ ৫জি এর মতো আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে স্মার্টফোনটি লঞ্চ হবে।

এর আগে রিয়েলমি সি৭৫ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। এরমধ্যে আছে ইইসি, এফসিসি, এনবিটিসি। শেষের সার্টিফিকেশন সাইট থেকে জানা‌ গেছে এটি একটি ৪জি ডিভাইস হবে। আবার এফসিসি থেকে সামনে এসেছে যে, এই ফোনের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এরমধ্যে দুটি ক্যামেরা সেন্সর থাকবে। আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ৪জি এলটিই, ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ এলই, এনএফসি। রিয়েলমি সি৭৫ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৫,৬৬০ এমএএইচ রেটেড এবং ৫৮২৮ এমএএইচ টিপিক্যাল ব্যাটারি দেওয়া হবে।

Tags:    

Similar News