Realme GT 5 Pro: ওলেড ডিসপ্লে ও 100W চার্জিং যুক্ত দুর্ধর্ষ ফোনের বুকিং চালু হয়ে গেল
রিয়েলমির GT সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি সারা বিশ্বের স্মার্টফোন অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয়। তাই আসন্ন Realme GT 5 Pro সম্পর্কে যখন থেকে গুঞ্জন শুরু হয়েছিল, তখন থেকেই এই ডিভাইসটির প্রতি জনসাধারণের মধ্যে আলাদা আগ্রহ দেখা যায়। রিয়েলমি শীঘ্রই চীনে বহু প্রতীক্ষিত Realme GT 5 Pro ফোনটি লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করছে। ফ্ল্যাগশিপটি আগামী ৭ ডিসেম্বর ব্র্যান্ডের হোম মার্কেটে পা রাখবে। তবে এখন থেকেই হ্যান্ডসেটটির রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
চালু হয়েছে Realme GT 5 Pro-এর রিজার্ভেশন
রিয়েলমি জিটি ৫ প্রো বর্তমানে জেডি ডট কমে তালিকাভুক্ত করা হয়েছে, যা চীনের একটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। জানিয়ে রাখি, এই আসন্ন ফোনটি হল একটি ফ্ল্যাগশিপ গ্রেড হ্যান্ডসেট যা হাই-এন্ড স্পেসিফিকেশন এবং ফিচার সহ লঞ্চ হবে। এটি কোয়ালকমের লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সাথে আসবে, যা সর্বাধিক ২৪ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে।
ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে, রিয়েলমি জিটি ৫ প্রো-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল জুম ও ১২০x ডিজিটাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অবস্থান করবে। আর, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।
সম্প্রতি, চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে জানা গেছে যে Realme GT 5 Pro-এর সামনে লম্বা ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) কার্ভড এজ ডিসপ্লে থাকবে। এই প্যানেলটি ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলেও উল্লেখ করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। আবার, চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ডেটাবেস নিশ্চিত করেছে যে, Realme GT 5 Pro-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।