5 মিনিটেই রেকর্ড ভেঙে চুরমার! প্রথম সেলে কী এমন কীর্তি গড়ল Realme GT 5 Pro
গত ৭ ডিসেম্বর রিয়েলমি তাদের হোম মার্কেট চীনে ধুমধামের সাথে লঞ্চ করে লেটেস্ট ফ্ল্যাগশিপ Realme GT 5 Pro স্মার্টফোনটি। আর আজ পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০ টায় (স্থানীয় সময়) চীনে সদ্য উন্মোচিত ফ্ল্যাগশিপটির প্রথম সেল শুরু হয়েছে। এটি কেনার জন্য উপলব্ধ হওয়ার পরপরই, রিয়েলমি নিশ্চিত করেছে যে GT 5 Pro মাত্র ৫ মিনিটের মধ্যেই ২০২৩ সালে লঞ্চ হওয়া সমস্ত রিয়েলমি প্রোডাক্টের ফার্স্ট সেল রেকর্ড অতিক্রম করে বিক্রয়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।
এছাড়া, Realme GT 5 Pro-এর প্রাইমারি সেল Realme GT 2 Pro-এর প্রথম তিন মাসের মোট বিক্রয়কে ছাড়িয়ে গেছে। এতটা জনপ্রিয়তা অর্জনের পিছনে মূল কারণ হল ডিভাইসটি প্রতিযোগিতামূলক মূল্যে হাই-এন্ড স্পেসিফিকেশন অফার করে। আসুন Realme GT 5 Pro-এর মূল্য এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Realme GT 5 Pro-এর স্পেসিফিকেশন
রিয়েলমি জিটি ৫ প্রো-তে কার্ভড-এজ ৬.৭৮ ইঞ্চির বিওই ওলেড (BOE OLED) ডিসপ্লে রয়েছে, যা ২,৭৮০ x ১,২৬০ পিক্সেলের ১.৫কে রেজোলিউশন, উচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। রিয়েলমি জিটি ৫ প্রো-এ ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Realme GT 5 Pro-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT 5 Pro বিশাল ৫,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। GT 5 Pro-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে - ডুয়েল স্টেরিও স্পিকার, ১২,০০০ বর্গ মিলিমিটারের হিট ডিসিপেশন ইউনিট, একটি বড় এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, এবং একটি অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম সহ আইপি৬৪ (IP64)-রেটেড চ্যাসিস।
Realme GT 5 Pro-এর দাম
চীনে রিয়েলমি জিটি ৫ প্রো বিভিন্ন কনফিগারেশনে পাওয়া যায় - ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,০০০ টাকা), ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৯০০ টাকা), ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৫০০ টাকা), এবং ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫১,০১৫ টাকা)। রিয়েলমি জিটি ৫ প্রো চীনের বাইরের বিভিন্ন দেশেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটির গ্লোবাল লঞ্চের টিজার সম্ভবত আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ প্রকাশিত হতে পারে৷