Realme GT 7 Pro India Launch Date: আজ চীনে লঞ্চ হচ্ছে রিয়েলমি জিটি ৭ প্রো, ভারতে কবে আসবে জেনে নিন
Realme GT 7 Pro India Launch Date - রিয়েলমি জিটি ৭ প্রো আজ চীনে লঞ্চ হতে চলেছে। এতে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
রিয়েলমি অবশেষে তাদের ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি জিটি ৭ প্রো এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল। আগামী ২৬ নভেম্বর ডিভাইসটি ভারতে আসছে। এটি ভারতের প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত স্মার্টফোন হবে। হার্ডওয়্যারের পাশাপাশি Realme GT 7 Pro ফোনের ডিজাইনেও চমক থাকবে। এর ডিজাইন মঙ্গলগ্রহ থেকে অনুপ্রাণিত হবে। এর পাশাপাশি এতে গ্রাহকরা নেক্সট এআই ফিচার পাবে। আসুন রিয়েলমি জিটি ৭ প্রো সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Realme GT 7 Pro ভারতে লঞ্চ হচ্ছে ২৬ নভেম্বর
রিয়েলমি আজ ঘোষণা করেছে যে, আগামী ২৬ নভেম্বর ভারতে লঞ্চ হবে রিয়েলমি জিটি ৭ প্রো। এটি মার্স ডিজাইন ও গ্যালাক্সি গ্রে কালার সহ আসবে। এই ফোনে মাল্টি লেয়ার অ্যান্টি গ্লেয়ার টেকনোলজি থাকবে। এছাড়া এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রিয়েলমি অ্যাডভান্স এআই ইঞ্জিন ব্যবহার করা হবে, যা একাধিক এআই ফিচার অফার করবে। এরমধ্যে থাকবে এআই স্কেচ টু ইমেজ, এআই মোশন ডিব্লার, এআই টেলিফটো আল্ট্রা ক্ল্যারিটি ও এআই গেম সুপার রেজোলিউশন ইত্যাদি।
আর লঞ্চের পর রিয়েলমি জিটি ৭ প্রো ভারতে রিয়েলমির ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও সেলের তারিখ এখনও অজানা। এছাড়া ফোনটির দামও এখনও জানা যায়নি।
রিয়েলমি জিটি ৭ প্রো: স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি জিটি ৭ প্রো আজ চীনে লঞ্চ হতে চলেছে। এতে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৬,৫০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরার কথা বললে, রিয়েলমি জিটি ৭ প্রো ডিভাইসে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা ৩এক্স অপটিক্যাল জুম, ৬এক্স লসলেস জুম এবং ১২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম অফার করবে। ফোনটি তার আইপি৬৮ / আইপি৬৯ জল প্রতিরোধের রেটিং ও আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড সহ আসবে। রিয়ার ক্যামেরা সিস্টেমে টেলিফটো ক্যামেরার সঙ্গে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।