স্মার্টফোনের দুনিয়া তোলপাড় করল Realme, পিছনে ফেলল Apple এর আইফোনকে

Update: 2024-10-20 09:44 GMT

Realme GT 7 Pro অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমেই ভারতে রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। অফিশিয়াল লঞ্চের আগেই, এখন স্মার্টফোনেটির আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক স্কোর প্রকাশ্যে এসেছে। যা দেখলে সত্যিই চক্ষু চড়কগাছ হবে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটির পারফরম্যান্স টেস্টে লেটেস্ট iPhone 16 Pro Max মডেলকে পিছনে ফেলে দিয়েছে এটি।

বলা ভাল, Realme GT 7 ফোনের ফ্ল্যাগশিপ-গ্রেড Snadragon প্রসেসর Apple A18 Pro চিপসেটকে পিছনে ফেলে দিয়েছে। স্মার্টলিকসের সঙ্গে যৌথ ভাবে টিপস্টার অনলিকস রিয়েলমির নতুন ডিভাইসটির আনটুটু স্কোর প্রকাশ করেছে। যা হল, ৩০,২৫,৯৯১। ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর থাকছে বলে অনুমান।

 

অন্যদিকে,iPhone 16 Pro Max আনটুটু বেঞ্চমার্কে ১৬,৫১,৭২৮ স্কোর করেছে। যা রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় অনেক কম। তবে লক্ষণীয় বিষয় হল, আনটুটু অ্যান্ড্রয়েড ভালকান গ্রাফিক্স এপিআই-এ চলে এবং আনটুটু আইওএস মেটাল গ্রাফিক্স এপিআই-এ রান করে।

এই ক্ষেত্রে, Realme GT 7 Pro আইফোনের তুলনায় আনটুটুর নতুন ভার্সনে চলছে। ফলে টেস্টের কন্ডিশন সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিন্তু তা সত্বেও, Apple-এর ফ্ল্যাগশিপ ফোনকে টেক্কা দেওয়া কোনও মুখের কথা নয়। আবার Snapdragon 8 Elite ইতিমধ্যেই গিকবেঞ্চের ফাঁস হওয়া মাল্টি কোর টেস্টে A18 Pro চিপের থেকে বেশি স্কোর করেছে।

Tags:    

Similar News