বড় সুখবর, Realme-র এই দুই ফোনে এল অ্যান্ড্রয়েড ১৩ আপডেট, কীভাবে ডাউনলোড করবেন

Update: 2022-10-25 14:04 GMT

রিয়েলমি (Realme) চলতি বছরের শুরুতে তাদের কাস্টম ইউজার ইন্টারফেসের নতুন Realme UI 3.0 সংস্করণটি উন্মোচন করেছে। সংস্থার লেটেস্ট কাস্টম স্কিনটি Android 13-এর ওপর ভিত্তি করে নির্মিত এবং এটি অনেকটা সহায়ক কোম্পানি ওপ্পো (Oppo)-এর ColorOS 13-এর মতোই। রিয়েলমি তাদের নির্বাচিত কিছু স্মার্টফোনের জন্য বিটা (Beta) আপডেট প্রকাশ করা শুরু করেছে। কোম্পানি এখন Android 13-এর প্রারম্ভিক অ্যাক্সেস পাওয়া ফোনগুলির তালিকায় আরও দুটি ডিভাইস যুক্ত করেছে। সংস্থা দ্বারা নিশ্চিত করা হয়েছে যে, Realme GT Neo 3T এবং 9i 5G নতুন Realme UI 3.0 আর্লি অ্যাক্সেস আপডেট পাবে। বর্তমানে, কোম্পানিটি নতুন Realme UI সংস্করণের ফিচারগুলি ব্যবহার করে দেখতে আগ্রহী ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করেছে। আসুন নতুন Realme UI 3.0-এর ফিচারগুলি এবং কীভাবে GT Neo 3T এবং 9i 5G ব্যবহারকারীরা এই আপডেট পাবে, তা দেখে নেওয়া যাক।

Realme GT Neo 3T ও 9i 5G-এর ব্যবহারকারীরা পাবে রিয়েলমি UI 3.0-এর আর্লি অ্যাক্সেস

অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ সংস্করণটি কোম্পানির আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের অংশ হিসাবে রিয়েলমি জিটি নিও ৩টি ৫জি এবং ৯আই ৫জি-এর ব্যবহারকারীদের প্রদান করা হচ্ছে। বিটা প্রোগ্রামের জন্য যোগ্য স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি ইউআই ৩.০-এ থাকা নতুন ফিচারগুলি উপভোগ করতে পারবেন। এটি লক্ষণীয় যে, নতুন আপডেটে কিছু বাগ থাকতে পারে, এমনকি কিছু অ্যাপ সঠিকভাবে কাজ নাও করতে পারে। তাই, যে ফোনটি দৈনন্দিন ব্যবহার করা হয়, তাতে বিটা আপডেটটি ইনস্টল না করাই শ্রেয়।

Realme GT Neo 3T-এ Android 13 আর্লি অ্যাক্সেসের জন্য আবেদন করার পদ্ধতি-

• প্রথমেই আগ্রহী ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে, তাদের ডিভাইসটি যেন আপ-টু-ডেট থাকে এবং লেটেস্ট ইউআই সংস্করণে চলে। Realme GT Neo 3T-এর জন্য প্রয়োজনীয় সংস্করণ হল RMX3371_11.A.05 এবং RMX3371_11.A.07৷

• বিটা প্রোগ্রামের জন্য আবেদন করার সময় ব্যবহারকারীদের তাদের ফোনের ৬০ শতাংশ বা তার বেশি ব্যাটারি নিশ্চিত করতে হবে।

• এরপরে, সেটিংস > সফ্টওয়্যার আপডেট > ওপরের ডানদিকের কোণায় সেটিংস আইকনে ট্যাপ করতে হবে > ট্রায়াল ভার্সন > অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে।

• ব্যবহারকারীদের তাদের বিবরণ জমা দিতে হবে এবং কুইজ শেষ করতে হবে।

Realme 9i 5G-তে Android 13 আর্লি অ্যাক্সেসের জন্য আবেদন করার পদ্ধতি-

• ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের Realme 9i 5G মডেলটি লেটেস্ট ভার্সনে চলছে, যার ভার্সন নম্বর: RMX3612_11.A.09 / RMX3612_11.A.10 / RMX3612_11.A.11৷

• ফোনের ব্যাটারি ৬০ শতাংশ বা তার বেশি থাকতে হবে।

• এরপরে, সেটিংস > সফ্টওয়্যার আপডেট > ওপরের ডানদিকের কোণায় সেটিংস আইকনে ট্যাপ করতে হবে > ট্রায়াল ভার্সনে ট্যাপ > অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে।

• ইউজারের বিবরণ জমা দিয়ে কুইজ শেষ করতে হবে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ১৩ আর্লি অ্যাক্সেসের জন্য আবেদনগুলি ব্যাচে গ্রহণ করা হবে এবং এর জন্য শুধুমাত্র সীমিত আসন উপলব্ধ। তবে, নতুন বিটা সংস্করণ ইনস্টল করার আগে ডেটার ব্যাকআপ নিয়ে রাখা প্রয়োজন। ব্যবহারকারীরা প্যাকেজটি ম্যানুয়ালি ডাউনলোড করে এবং পরে ইনস্টল করে অ্যান্ড্রয়েড ১২ সংস্করণে রোলব্যাক করতে পারেন।

Tags:    

Similar News