Realme GT Neo 4 ফোনে 144Hz ডিসপ্লে? সংস্থার তরফে কিছু বলার আগেই সামনে নয়া তথ্য
রিয়েলমি শীঘ্রই তাদের GT সিরিজের অধীনে Realme GT Neo 4 হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের পর এই ফোনটি আসন্ন Redmi K60-এর সাথে প্রতিযোগিতা করবে। রিয়েলমি এখনও আপকামিং স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানায়নি। তবে এখন এক নির্ভরযোগ্য টিপস্টার GT Neo 4-এর কিছু মূল স্পেসিফিকেশন অনলাইনে শেয়ার করেছেন। এই রিয়েলমি হ্যান্ডসেটে ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, Redmi K60-তে ২কে (2K) রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে। চলুন তাহলে Realme GT Neo 4 সম্পর্কে কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।
ফাঁস হল Realme GT Neo 4-এর মূল স্পেসিফিকেশন
চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে সুপরিচিত টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন একটি পোস্ট করে দাবি করেছেন যে, রিয়েলমি জিটি নিও ৪-এর ডিসপ্লেটি ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ২,১৬০ হার্টজ পালস-উইডথ মডুলেশন (PWM) ডিমিং ফিচারও রয়েছে বলে জানা গেছে। হ্যান্ডসেটটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এই রিয়েলমি স্মার্টফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিংও সাপোর্ট করতে পারে।
যদিও, রিয়েলমি এখনও এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি বা এর লঞ্চের বিশদ বিবরণও শেয়ার করেনি। তবে গত আগস্টে, রিয়েলমি জিটি নিও ৪-কে রিয়েলমি ইন্ডিয়া এবং চায়নার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছিল, যা নির্দেশ করে যে স্মার্টফোনটি এই দুই দেশের বাজারে আত্মপ্রকাশ করবে।
জানিয়ে রাখি, টিপস্টার এর আগেও দাবি করেছিলেন যে, Realme GT Neo 4 ফোনটি Redmi K60-এর অনুরূপ স্পেসিফিকেশনের সাথে আসবে। এই হ্যান্ডসেটটি বাজারে K60-এর সাথে টক্কর নেবে বলে আশা করা হচ্ছে। উল্লেখিত রেডমি স্মার্টফোনটি সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে দেখা গেছে। এটি ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট অফার করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, Redmi K60-এ ২কে রেজোলিউশন সহ পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। এই রেডমি স্মার্টফোনটি মিডিয়াটেক ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এটিতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারিও থাকতে পারে। হ্যান্ডসেটটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। শাওমি এই স্মার্টফোনটির লঞ্চের তারিখ এখনও প্রকাশ করেনি, তবে এটি শীঘ্রই আসবে বলে আশা করা হচ্ছে।