মাত্র কয়েক ঘন্টা সস্তায় মিলবে রেকর্ড ব্রেকার Realme Narzo 70 Pro 5G ফোন, ছাড় পাবেন 3,000 টাকা

Update: 2024-06-03 10:49 GMT

ভারতের বাজারের আকর্ষণ টানতে টেক-লাইফ ব্র্যান্ড Realme কয়েক সপ্তাহ আগে তার অত্যাধুনিক Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই মোবাইল ফোনটি কম দামে অনন্য গ্লাস ডিজাইন, ফ্ল্যাগশিপ ক্যামেরা ও আরও বহু দুর্দান্ত ফিচারের পাশাপাশি স্পর্শ-বিহীন এয়ার জেস্টচার (Air Gesture) ফাংশনের সাথে আসে। আর লঞ্চের পরপরই কোম্পানির প্রত্যাশামতো এটি রেকর্ড সংখ্যায় (গড়ে মিনিটে ৩০০টি) বিক্রিও হয়। সেক্ষেত্রে এখন তারা আগামী ৬ই জুন 'Realme Savings Day' নামক একদিনের সেলে ফোনটিকে দামের থেকে সস্তায় বেচার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৬ই জুন দুপুর ১২টা থেকে realme.com ও Amazon.in প্ল্যাটফর্মে রিয়েলমির বিশেষ সেল শুরু হবে, চলবে রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে Realme Narzo 70 Pro 5G কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।

Realme Narzo 70 Pro 5G-তে ৩ হাজার টাকা অবধি ছাড় দেবে খোদ কোম্পানি

রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ – এর মধ্যে ৮ জিবি ও ১২৮ জিবি মডেল ১৯,৯৯৯ টাকায় বাজারে এসেছিল, যেখানে ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনটির লঞ্চ প্রাইস ছিল ২১,৯৯৯ টাকা। সেক্ষেত্রে রিয়েলমি সেভিংস ডে উপলক্ষে স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২৮ জিবি সংস্করণটি ১৬,৯৯৯ টাকায় মিলবে। একইভাবে ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি কিনতে খরচ হবে ১৯,৯৯৯ টাকা।

অর্থাৎ ফোনটিতে সর্বোচ্চ ৩,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। উল্লেখ্য, এর সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে আলাদাভাবে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও থাকবে, যা কাজে লাগালে আরও অনেক টাকা সাশ্রয় করা সম্ভব হবে।

Realme Narzo 70 Pro 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জি স্মার্টফোনে ডুয়াল টোন গ্লাস ডিজাইনের সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, যার সাথে ৮ জিবি LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বর্তমান ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, মার্চে লঞ্চ হওয়া এই রিয়েলমি হ্যান্ডসেটটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি আইএমএক্স৮৯০ ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে। সফ্টওয়্যার ফ্রন্টে এটি চলে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.১ কাস্টম স্কিনের সাহায্যে, যা ২ বছরের ওএস আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবে বলে কোম্পানি জানিয়েছে। তবে, এর অন্যতম আকর্ষণ এয়ার জেস্টচার ফিচার, যা স্ক্রিন টাচ না করে কেবলমাত্র হাতের ইশারায় ইউজারদের কল রিসিভ, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ ইত্যাদি নানা কাজ করতে দেয়।

Tags:    

Similar News