সোমবার লঞ্চের আগে নতুন Realme P1 সিরিজের আরও স্পেসিফিকেশন ফাঁস হল
রিয়েলমি (Realme) ভারতে 15 এপ্রিল তাদের নতুন P-সিরিজটি উন্মোচন করতে চলেছে। এই লাইনআপে Realme P1 এবং Realme P1 Pro - এই দুটি স্মার্টফোন অন্তর্ভুক্ত রয়েছে। লঞ্চের আগে এখন, P1 এবং P1 Pro উভয় মডেলই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেসে উপস্থিত হয়েছে। এর পাশাপাশি, গুগল প্লে কনসোল (Google Play Console)-এর প্ল্যাটফর্মেও Realme P1 Pro-কে দেখা গেছে। গিকবেঞ্চ লিস্টিংটি প্রকাশ করেছে যে, Pro মডেলটি 8 জিবি র্যাম সহ Qualcomm Snapdragon প্রসেসর দ্বারা চালিত হবে। Realme P1 সিরিজ সর্ম্পকে কি কি নতুন তথ্য উঠে এল, আসুন দেখে নেওয়া যাক।
Realme P1 Pro-কে দেখা গেল Geekbench এবং Google Play Console ডেটাবেসে
রিয়েলমি পি1 প্রো ফোনটি RMX3844 মডেল নম্বর সহ গিকবেঞ্চ 6 বেঞ্চমার্ক ডেটাবেসে উপস্থিত হয়েছে। আসন্ন হ্যান্ডসেটটি সিঙ্গেল-কোর টেস্টে 929 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2,680 পয়েন্ট অর্জন করেছে। গিকবেঞ্চ অনুযায়ী, ফোনে থাকা অক্টা-কোর প্রসেসর 2.21 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পারফরম্যান্স কোর এবং 1.80 গিগাহার্টজ গতির চারটি এফিসিয়েন্সি কোর দ্বারা গঠিত। ব্র্যান্ডটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, রিয়েলমি পি1 প্রো-এ অ্যাড্রেনো 710 জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট থাকবে।
এছাড়াও, রিয়েলমি পি1 প্রো-এর গিকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে যে, হ্যান্ডসেটটিতে 8 জিবি র্যাম থাকবে। আশা করা যায়, কোম্পানি অন্যান্য মেমরি অপশনেও ফোনটিকে বাজারে আনবে। পি-সিরিজের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন, অ্যান্ড্রয়েড 14-এ চলবে এবং আশা করা যায় এটির ওপর কোম্পানির নিজস্ব রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিন থাকবে।
Realme P1-কেও দেখা গেছে Geekbench-এ
RMX3870 মডেল নম্বর সহ Realme P1 গিকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসে উপস্থিত হয়েছে। এটি বেঞ্চমার্ক পরীক্ষার সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর রাউন্ডে 964 এবং 2,409 পয়েন্ট অর্জন করেছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটিতে 2.6 গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি পারফরম্যান্স কোর এবং 2.0 গিগাহার্টজ গতির ছয়টি এফিসিয়েন্সি কোর দ্বারা গঠিত একটি অক্টা-কোর প্রসেসর উপস্থিত রয়েছে। আর চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য Mali G68 জিপিইউ যুক্ত রয়েছে। এই তথ্যগুলি ইঙ্গিত দেয় যে, Realme P1-এ MediaTek Dimensity 7050 প্রসেসরটি থাকবে, যা ইতিমধ্যেই কোম্পানি নিশ্চিত করেছে।
এছাড়াও, Realme P1-এর গিকবেঞ্চ লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে যে, হ্যান্ডসেটটি 8 জিবি র্যাম অফার করবে। তবে আশা করা যায় এটি অন্যান্য মেমরি কনফিগারেশনেও পাওয়া যাবে। উল্লেখ্য, টিপস্টার মুকুল শর্মা ফ্লিপকার্ট (Flipkart) থেকে নেওয়া একটি স্ক্রিনশট অনলাইনে পোস্ট করেছেন, যা প্রকাশ করেছে যে Realme P1-এর 4 জিবি + 128 জিবি মডেলটির দাম হবে 14,999 টাকা।