Red Magic 10 Pro ও Pro Plus দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল, বিশাল বড় ব্যাটারি সহ আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর

রেড ম্যাজিক ১০ প্রো সিরিজে আছে ৬.৮৫ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে ২৬৮৮ x ১২১৬ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯৬০ হার্টজ স্যাম্পলিং রেট, ২,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ফোন দুটি ফুল স্ক্রিন ডিজাইন সহ এসেছে এবং ডিসপ্লের মধ্যে সেলফি ক্যামেরা (আন্ডার সেলফি ক্যামেরা) লুকানো আছে।

Update: 2024-11-13 14:49 GMT

প্রত্যাশা মতোই রেড ম্যাজিক আজ তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ রেড ম্যাজিক ১০ প্রো লঞ্চ করল। এই সিরিজের অধীনে Red Magic 10 Pro ও Red Magic 10 Pro+ লঞ্চ হয়েছে। আপাতত ডিভাইস দুটি চীনে আত্মপ্রকাশ করেছে। রেড ম্যাজিক ১০ প্রো সিরিজে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৭০৫০ এমএএইচ ব্যাটারি। এই সিরিজ একাধিক কালার ও স্পেশাল এডিশন সহ পাওয়া যাবে। আসুন এই ফোন দুটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Red Magic 10 Pro ও Red Magic 10 Pro+ এর দাম

রেড ম্যাজিক ১০ প্রো

ডার্ক নাইট ও ডে ওয়ারিওর কালার ভ্যারিয়েন্টের দাম-

  • ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৮,৫০০ টাকা)।
  • ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৪,৩০০ টাকা)।

ডেউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট ডার্ক নাইট ও ডেউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট সিলভার উইয়িং ভ্যারিয়েন্টের দাম -

  • ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬২,০০০ টাকা)।
  • ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৭,৯০০ টাকা)।

রেড ম্যাজিক ১০ প্রো প্লাস

ডার্ক নাইট ও ডে ওয়ারিওর কালার ভ্যারিয়েন্টের দাম -

  • ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,২০০ টাকা)।

ডেউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট ডার্ক নাইট ও ডেউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট সিলভার উইয়িং ভ্যারিয়েন্টের দাম -

  • ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৬,২৯৯ ইউয়ান (প্রায় ৭৩,৭০০ টাকা)

ডার্ক নাইট ভ্যারিয়েন্টের দাম-

  • ২৪ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ: ৭,৪৯৯ ইউয়ান (প্রায় ৮৭,৭০০ টাকা)

এছাড়া রেড ম্যাজিক এই সিরিজের একটি X Golden Saga Limited Edition নিয়ে এসেছে। এতে আছে ২৪ জিবি র‌্যাম ও ১ টিবি স্টোরেজ। এই স্পেশাল এডিশনের মূল্য ধার্য করা হয়েছে ৯,৬৯৯ ইউয়ান (প্রায় ১,১৩,৪০০ টাকা)। এতে গোল্ড ভিসি কুলিং সিস্টেম, গোল্ড এন্ড সিলভার এয়ার ডাক্ট, কার্বন ফাইবার কুলিং রয়েছে। ডিসেম্বরে এই সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।

রেড ম্যাজিক ১০ প্রো ও রেড ম্যাজিক ১০ প্রো প্লাস: স্পেসিফিকেশন ও ফিচার

রেড ম্যাজিক ১০ প্রো সিরিজে আছে ৬.৮৫ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে ২৬৮৮ x ১২১৬ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯৬০ হার্টজ স্যাম্পলিং রেট, ২,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ফোন দুটি ফুল স্ক্রিন ডিজাইন সহ এসেছে এবং ডিসপ্লের মধ্যে সেলফি ক্যামেরা (আন্ডার সেলফি ক্যামেরা) লুকানো আছে। পারফরম্যান্সের জন্য রেড ম্যাজিক ১০ প্রো ও রেড ম্যাজিক ১০ প্রো প্লাস ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে আছে অ্যাড্রেনো ৮৩০ জিপিইউ।

রেড ম্যাজিকের নতুন স্মার্টফোন দুটিতে এলপিডিডিআর৫এক্স আল্ট্রা র‌্যাম ও ইউএফএস ৪.০ প্রো স্টোরেজ আছে। আবার এগুলিতে পাওয়া যাবে সংস্থার নিজস্ব কোর আর৩ গেমিং চিপ। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রেডম্যাজিক এআই ওএস ১০.০ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে এফ/১.৮৮ অ্যাপারচার ও ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৫০ই৪০ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে ওমনিভিশন ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য রেড ম্যাজিক ১০ প্রো প্লাস স্মার্টফোনে ৭০৫০ এমএএইচ বুল ডেমন কিং সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই চার্জার ১১ মিনিটে ৫০ শতাংশ এবং ৩০ মিনিটে ব্যাটারি ফুল চার্জ করে দেবে। আর রেড ম্যাজিক ১০ প্রো মডেলে রয়েছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News