Samsung, Vivo-দের হারিয়ে বড় অঘটন, সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোন এটাই!
সেপ্টেম্বর মাস পড়তেই সুপরিচিত বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, আনটুটু (AnTuTu) অগাস্ট মাসের সেরা-পারফর্মিং স্মার্টফোনগুলির একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষে রয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া Red Magic 9S Pro+, যেটিতে ওভারক্লকড Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে, যাকে Snapdragon 8 Gen 3 “Leading Edition”ও বলা হয়। এদিকে, দ্বিতীয় স্থানটি দখল করেছে OnePlus Ace 3 Pro, যেটি একটি আকর্ষণীয় সংযোজন কারণ এটি একটি সম্পূর্ণ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পরিবর্তে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপ দ্বারা চালিত একটি ফ্ল্যাগশিপ কিলার। আর তৃতীয় স্থানে থাকা iQOO Neo 9S Pro+ হ্যান্ডসেটের দাম মাত্র 412 ডলার (প্রায় 34,600 টাকা), ডিভাইসটি প্রায় 2.1 মিলিয়ন পয়েন্ট স্কোর করেছে, যা এটিকে ভালো পারফরম্যান্সের ডিভাইসের খোঁজে থাকা ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় ডিভাইস করে তুলেছে। আসুন আগস্ট, 2024 এর সেরা-পারফর্মিং ডিভাইসগুলির আনটুটু স্কোর সহ সম্পূর্ণ তালিকাটি দেখে নেওয়া যাক।
আগস্ট 2024 এর AnTuTu বেঞ্চমার্ক টপ পারফর্মিং স্মার্টফোন
RedMagic 9S Pro+ (24 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ) Snapdragon 8 Gen 3 – 2127528 পয়েন্ট
OnePlus Ace 3 Pro (24 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ) Snapdragon 8 Gen 3 – 2107208 পয়েন্ট
iQOO Neo 9S Pro+ (16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ) Snapdragon 8 Gen 3 – 2106419 পয়েন্ট
Asus ROG 8 Pro (16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ) Snapdragon 8 Gen 3 – 2093592 পয়েন্ট
iQOO Neo 9S Pro (16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ) MediaTek Dimensity 9300+ – 2091933 পয়েন্ট
Redmi K70 Ultra Edition (16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ) MediaTek Dimensity 9300+ – 2085769 পয়েন্ট
Vivo X100 Ultra (16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ) Snapdragon 8 Gen 3 – 2050569 পয়েন্ট
Vivo X100 Pro (16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ) Dimensity 9300 – 2019403 পয়েন্ট
Vivo X100 (16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ) Dimensity 9300 – 2015347 পয়েন্ট
OnePlus 12(16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ) Snapdragon 8 Gen 3 – 2010851 পয়েন্ট
আরও পড়ুন : Redmi A3 Pro: বাজেট স্মার্টফোন মার্কেট কাঁপাতে আসছে রেডমির নতুন সস্তা ফোন
উল্লেখ্য, MediaTek Dimensity 9300+ চালিত ডিভাইসগুলি সাধারণত প্রথম স্থানে না থাকলেও প্রথম তিনটির মধ্যে দেখা যেত, কিন্তু এগুলিকে আগস্ট মাসে Qualcomm Snapdragon চালিত ফোনগুলি উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। Dimensity 9300+ যুক্ত iQOO Neo 9S Pro এবং Redmi K70 Ultra Edition উভয়ই তাদের অফার করার পারফরম্যান্সের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী স্মার্টফোন।
আরও পড়ুন : কম দামে 108MP ক্যামেরার সঙ্গে 120Hz ডিসপ্লে, মধ্যবিত্তের বাজেটে সেরা স্মার্টফোন বিক্রি করছে OnePlus
শোনা যাচ্ছে যে, মিডিয়াটেক তাদের পরবর্তী প্রজন্মের MediaTek Dimensity 9400 চিপসেটটি লঞ্চ করার পরিকল্পনা করছে অক্টোবরের মাঝামাঝি সময়ে। Vivo X200 সিরিজ বা Oppo Find X8 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি এই চিপ দ্বারা চালিত প্রথম ফোন হবে বলে আশা করা হচ্ছে। উন্নত পারফরম্যান্স লাভের জন্য, MediaTek Dimensity 9300 প্রসেসরের তুলনায় Dimensity 9400 সিঙ্গেল-কোর পারফরম্যান্সে 30% উন্নতি করতে পারে এবং এটি "পিসি-লেভেল" রে ট্রেসিং ক্ষমতা অফার করবে বলে জানা গেছে।