Redmi 13C 5G বাজারে আসছে Dimensity 6100+ চিপসেটের সঙ্গে, থাকবে 4G ভার্সনও
সম্প্রতি একটি অনলাইন রিপোর্ট থেকে জানা গেছে যে, শাওমি (Xiaomi) তাদের জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি এবং পোকোর একটি নয়া স্মার্টফোনের ওপর কাজ করছে। এই হ্যান্ডসেটটি হল Redmi 13C, যা কিছু দেশে Poco C65 নামে বিক্রি হবে। আর এখন Redmi 13C-এর 5G ভার্সনের মডেল নম্বর সহ স্পেসিফিকেশন সামনে এসেছে।
Redmi 13C 5G, Redmi 13C, Poco C65-এর মডেল নম্বর
শাওমিইউআই-এর রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন রিজিয়নের জন্য রেডমি ১৩সি ৫জি-এর পৃথক মডেল নম্বর রয়েছে। এগুলি হল - 23124RN87C (চীন), 23124RN87G (গ্লোবাল) এবং 23124RN87I (ভারত)। যদিও, পোর্টালটি আগে ভুলভাবে এই মডেল নম্বরগুলিকে রেডমি ১৩সি ৪জি-এর সাথে যুক্ত করেছিল।
আসলে, ৪জি সংস্করণটি 23100RN82L, 23108RN04Y এবং 23106RN0DA- এই মডেল নম্বরগুলি বহন করবে৷ এটি চীন ব্যতীত গ্লোবাল মার্কেট ও ভারতীয় বাজারে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, বিভিন্ন মার্কেটের জন্য পোকো সি৬৫-এর মডেল নম্বরগুলি হল - 2310FPCA4G (গ্লোবাল) এবং 2310FPCA4I (ভারত)।
Redmi 13C 5G এবং Redmi 13C 4G-এর চিপসেট
রেডমি ১৩সি ৫জি মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। অন্যদিকে, রেডমি ১৩সি ৪জি এবং তার রিব্র্যান্ডেড ভার্সন, পোকো সি৬৫ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ আসবে৷ ৫জি ভ্যারিয়েন্টের অন্যান্য স্পেসিফিকেশনগুলি আপাতত অজানাই রয়েছে।
জানিয়ে রাখি, চলতি মাসের শুরুতে Redmi 13C-এর কিছু রেন্ডার অনলাইনে ফাঁস হয়, যা প্রকাশ করছে যে ফোনটিতে টিয়ারড্রপ নচ ডিসপ্লে, ইউএসবি-সি পোর্ট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এই 13C সিরিজটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই (MIUI 14) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। বলে রাখি, Redmi 13C-এর সাংকেতিক নাম "গেল" (Gale) বলে জানা গেছে, যেখানে এর ৫জি ভ্যারিয়েন্টের কোডনেম হল "এয়ার" (Air)। অনুমান, Redmi 13C 5G-এর কোনও রিব্র্যান্ডেড মডেল থাকবে না।