Redmi 13C: ভারতের বাজার কাঁপাতে তৈরি রেডমির নতুন সস্তা স্মার্টফোন, পেল BIS-এর ছাড়পত্র

Update: 2023-10-31 05:53 GMT

চীনে Xiaomi 14 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং নতুন HyperOS সফটওয়্যারের সফল লঞ্চের পর, শাওমি তাদের সাব-ব্র্যান্ডের অধীনে Redmi 13C ফোনটি গ্লোবাল মার্কেটে শীঘ্রই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে হাজির হওয়ার পাশাপাশি অনলাইনে হ্যান্ডসেটটির সম্পর্কে বিভিন্ন তথ্যও ফাঁস হয়েছে। আর এখন Redmi 13C ভারতের বিআইএস (BIS) সাইটে দেখা গেছে।

অজানা Xiaomi ফোনের সাথে Redmi 13C পেল BIS-এর অনুমোদন

23124RN87I মডেল নম্বর সহ রেডমি ১৩সি স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এ উপস্থিত হয়েছে। সঙ্গে আরেকটি শাওমি ফোন তালিকাভুক্ত করা হয়েছে, যার মডেল নম্বর 23128PC33I বিআইএস-এর ডেটাবেস থেকে মডেল কোড ছাড়া স্মার্টফোনগুলির সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ না হলেও, এটা নিশ্চিত যে রেডমি ১৩সি এবং অপর শাওমি ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে। চলুন রেডমির ফোনটির ব্যাপারে বিস্তারিত জেনে নিই।

Redmi 13C-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রেডমি ১৩সি ফোনটি ৪জি এবং ৫জি - উভয় ভ্যারিয়েন্টে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এবং কম দামে ভাল স্পেসিফিকেশন অফার করবে। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রেডমি ১৩সি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে। হ্যান্ডসেটটি অক্টা-কোর চিপসেটের সাথে আসতে পারে এবং এতে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট অন্তর্ভুক্ত থাকবে।

Redmi 13C-এর রেন্ডারে লাইট গ্রীন, ব্ল্যাক এবং ব্লু - কালার অপশনের কথা জানা গিয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে Redmi 12C চীনে লঞ্চ হয়েছিল, যা MediaTek Helio G85 প্রসেসর এবং ৬.৭ ইঞ্চির ডিসপ্লে অফার করে৷ পরে এটি ভারতে মুক্তি পায়। তবে Redmi 13C-এর পাশাপাশি বিআইএস-এর অনুমোদিত 23128PC33I মডেল নম্বরের শাওমি স্মার্টফোনটির আসল নাম এখনও অজানা।

Tags:    

Similar News