সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি রিটেইল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হয়েছে।

Update: 2024-08-23 15:01 GMT

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি তাদের পোর্টফোলিওতে আরেকটি বাজেট রেঞ্জের মডেল যুক্ত করতে চলেছে, যার নাম Redmi 14C। ডিভাইসটি আগামী 31 আগস্ট ভিয়েতনামে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে লঞ্চের আগেই এখন ভিয়েতনামের রিটেইল প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। Redmi 14C সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Redmi 14C স্মার্টফোনটি শীঘ্রই আসছে বাজারে

রেডমি প্রায়ই প্রতিটি নতুন সিরিজের সাথে একটি নতুন ডিজাইন নিয়ে আসে এবং রেডমি 14সি এর ব্যতিক্রম নয়। ফোনটির পিছনে একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যা পূর্বসূরির ডিজাইন থেকে সম্পূর্ণ আলাদা। বরঞ্চ, রেডমি 14সি হ্যান্ডসেটের ডিজাইনটি অনেকটা ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া ওপ্পো এফ27 5জি মডেলের মতো বলে মনে হচ্ছে। রেডমি 14সি ফোনের ব্লু ভ্যারিয়েন্টের একটি আকর্ষণীয় গ্রেডিয়েন্ট ফিনিশও রয়েছে, যা এটিকে আরও প্রিমিয়াম লুক দেয়। তবে, স্পেসিফিকেশনের দিক থেকে এটি একটি বাজেট ডিভাইস হবে।

রেডমি 14সি ফোনের ক্যামেরা মডিউলে চারটি রিং অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে একটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে, অন্যটিতে সম্ভবত ডেপ্থের জন্য একটি সেকেন্ডারি সেন্সর অবস্থান করবে এবং তৃতীয়টিতে এলইডি ফ্ল্যাশ থাকবে। চতুর্থ রিংটি সম্পূর্ণরূপে আলংকারিক। ব্লু অপশন ছাড়াও রেডমি 14সি গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। একটি আসবে ভেগান লেদার ফিনিশের সাথে এবং অপরটিতে প্লেইন ব্ল্যাক শেড দেখা যাবে।

ফোনের সামনে এইচডি+ রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সহ বড় 6.88 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে৷ এটি বড় 5,160 এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যদিও ফাস্ট চার্জিং 18 ওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নিরাপত্তার জন্য, ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে।

রিটেইলারের লিস্টিংয়ে ফোনের প্রসেসরের কোনো উল্লেখ নেই, তবে শোনা যাচ্ছে যে এটি মিডিয়াটেক হেলিও জি৯১ আল্ট্রা হতে পারে। স্টোরেজ বিকল্পগুলি নিশ্চিত করা হয়েছে - এটি 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ বা 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের সাথে আসবে। যদিও, ফোনটির দাম এখনও প্রকাশ করা হয়নি, তবে Redmi 14C একটি বাজেট-ফ্রেন্ডলি অপশন হবে বলে আশা করা যায়। সঠিক মূল্য জানতে 31 আগস্ট, আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্টের জন্য অপেক্ষা করতে হবে।

Tags:    

Similar News