50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi 14C বিশ্ব বাজারে লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি
Redmi 14C অবশেষে আজ বাজারে লঞ্চ হল। এই ফোনটি বাজেট সেগমেন্টে এসেছে। চলতি বছরের মার্চে ভিয়েতনামে প্রথমে লঞ্চ হয় স্মার্টফোনটি। এখন এটি বিশ্ব বাজারেও উপলব্ধ। সাশ্রয়ী মূল্যের Redmi 14C ডিভাইসে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 5160 এমএএইচ ব্যাটারি আছে। আবার এই ফোনে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আসুন রেডমি 14সি এর ফিচার ও স্পেসিফিকেশন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Redmi 14C এর দাম
রেডমি 14সি মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল, সেজ গ্রিন এবং স্টারি ব্লু কালারে পাওয়া যাবে। এর দাম শুরু হয়েছে ১১৯ ডলার (প্রায় ৯,৯৮২ টাকা) থেকে।
আরও পড়ুন: সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে
Redmi 14C ফিচার এবং স্পেসিফিকেশন
Redmi 14C এই ফোনে আছে 6.88 ইঞ্চি ডট ড্রপ ডিসপ্লে, যা রেডমির নম্বর সিরিজের ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে বড় ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল 600 নিটস। আর এই ডিভাইসে 8 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 256GB eMMC 5.1 স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের মেমোরিও বাড়ানো যাবে।
আর পারফরম্যান্সের জন্য এতে মালি জি52-এমসি2 জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি81 আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল। একই সঙ্গে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য জন্য এর সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
Redmi 14C স্মার্টফোনে 5160 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে। তড়ে এই ফোনের সঙ্গে চার্জার দেওয়া হচ্ছে না। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।