Redmi K60 Ultra: বাজার কাঁপাবে রেডমি, নয়া ফোনে থাকছে দুর্ধর্ষ প্রসেসর-ক্যামেরা-ডিসপ্লে
Redmi K60 Ultra খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির লঞ্চের তারিখ প্রকাশ না হলেও, স্পেসিফিকেশন সম্পর্কিত একাধিক তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার একটি থার্ড পার্টি প্রোটেক্টিভ কেসের ছবি সামনে এনে দাবি করেছেন, যে গত মে মাসে তারই লিক করা Redmi K60 Ultra-র অনুরূপ ডিজাইন এই ফোন কেসটিতে রয়েছে।
Redmi K60 Ultra-এর একটি থার্ড পার্টি প্রোটেক্টিভ কেসের ছবি ফাঁস
গত মে মাসে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন কর্তৃক প্রকাশিত রেডমি কে৬০ আল্ট্রা-র ডিজাইন স্কিম্যাটিক দেখিয়েছিল ফোনের পিছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের উপস্থিতি। যার মধ্যে দুটি বড় ক্যামেরা, একটি ছোট ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ অবস্থান করবে। আর ফোনের সামনের অংশে সরু পাঞ্চ-হোল স্ক্রিন দেখা যাবে।
আর এখন ওই একই সূত্রের তরফে প্রকাশ করা রেডমি কে৬০ আল্ট্রা-র প্রোটেক্টিভ কেসিংয়ে পাওয়ার বাটনের স্থানে একটি খোলা অংশ দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে যে এই হ্যান্ডসেটে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়া, ফাঁস হওয়া ফোন কেসটি সম্ভবত পলিপ্রোপিলিন (PP) উপাদান দিয়ে নির্মিত।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে রেডমি কে৬০ আল্ট্রা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসর সহ আসবে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 1.5K ন্যারো ফ্রেম অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার হবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে মেটাল ফ্রেম, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা লেন্স এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
এছাড়াও, Redmi K60 Ultra সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এর ছাড়পত্র লাভ করেছে। ৩সি লিস্টিং নিশ্চিত করেছে যে, এই ফোনের সর্বোচ্চ চার্জিং স্পিড হবে ১২০ ওয়াট। ডিভাইসটি 23078RKD5C মডেল নম্বরটি বহন করে বলে জানা গেছে, যার মধ্যে থাকা "2307" সংখ্যাগুলি ইঙ্গিত করে যে ফোনটি ২০২৩ সালের জুলাইতে অর্থাৎ এ মাসেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে৷ যদিও লঞ্চ নিয়ে রেডমির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি৷