Redmi-র নতুন চমক, বিদ্যুৎগতির চার্জিং স্পিড ও দুর্ধর্ষ প্রসেসরের সঙ্গে লঞ্চ করবে অত্যাধুনিক স্মার্টফোন

Update: 2023-03-08 06:30 GMT

রেডমি (Redmi) গত বছর ডিসেম্বরে K60 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে Redmi K60, Redmi K60 Pro এবং Redmi K60E- এই তিনটি মডেল আত্মপ্রকাশ করেছে। বর্তমানে শাওমির সাব-ব্র্যান্ডটি এই সিরিজে আরেকটি একটি নতুন ফোন যুক্ত করার পরিকল্পনা করছে, যার নাম Redmi K60 Ultra। এটি গত আগস্ট মাসে লঞ্চ হওয়া K50 Ultra-এর উত্তরসূরি হিসেবে জায়গা নেবে। আর এখন এক চীনা টিপস্টার এই আপকামিং Redmi K-সিরিজের ফোনটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Redmi K60 Ultra লঞ্চ হতে পারে এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন, রেডমি কে৬০ আল্ট্রা চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বাজারে আসবে। তার মতে, এতে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে যা ১.৫কে (1.5K) পিক্সেল রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। শক্তিশালী টেক্সচারের জন্য ফোনটি ধাতব ফ্রেমের সাথে আসতে পারে বলে জানা গেছে।

এছাড়াও, রেডমি কে৬০ আল্ট্রা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর ডাইমেনসিটি ৯২০০ দ্বারা চালিত হবে। তুলনায়, কে৬০ প্রো-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হয়েছে। রেডমি কে৬০ আল্ট্রার ব্যাটারির ক্ষমতা জানা যায়নি, তবে টিপস্টার উল্লেখ করেছেন যে এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি রেডমি কে৬০ প্রো-এর থেকে সামান্য ডাউনগ্রেড, কেননা সেটি ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে৷

প্রসঙ্গত, উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ছাড়া Redmi K60 Ultra সম্পর্কে এই মুহূর্তে আর কোনও তথ্য জানতে পারা যায়নি। বর্তমানে আমরা বছরের প্রথম ত্রৈমাসিকে আছি এবং তৃতীয় ত্রৈমাসিক শুরু হতে এখনও বেশ কিছু মাস বাকি রয়েছে। তাই, আশা করা যায় অদূর ভবিষ্যতে এই Redmi K60 সিরিজের হ্যান্ডসেটটির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে। এছাড়া, এই ফোনটির সাথে রেডমির আরও কিছু মডেল লঞ্চের প্ল্যান করছে, তার মধ্যে Redmi Note 12 Turbo মার্চের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করবে বলে অনুমান।

Tags:    

Similar News