Redmi K80 Pro Camera Specifications: রেডমি কে৮০ প্রো হবে ফটোগ্রাফির জন্য সেরা ফোন, টেলিফটো সেন্সর সহ ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস

Redmi K80 Pro Camera Specifications - আপকামিং রেডমি কে৮০ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন লাইট ফিউশন ৮০০ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৩২ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেকেডি১ আল্ট্রা ওয়াইড লেন্স ও ২.৬এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন৫ টেলিফটো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Update: 2024-11-04 12:54 GMT

নভেম্বরের শেষে লঞ্চ হতে চলেছে রেডমি কে৮০ সিরিজ। যদিও শাওমির তরফে এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে আসন্ন এই সিরিজ সম্পর্কে নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। এই সিরিজের অধীনে তিনটি ফোন লঞ্চ হতে পারে - রেডমি কে৮০, রেডমি কে৮০ই ও রেডমি কে৮০ প্রো। এরমধ্যে প্রো মডেলটির ক্যামেরা স্পেসিফিকেশন আজ সামনে এনেছেন টিপস্টার, এক্সপেরিয়েন্স মোর। আসুন রেডমি কে৮০ প্রো এর ক্যামেরা সম্পর্কে কি কি জানা গেছে দেখে নেওয়া যাক।

Redmi K80 Pro এর ক্যামেরা স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার বলেছেন, আপকামিং রেডমি কে৮০ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন লাইট ফিউশন ৮০০ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৩২ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেকেডি১ আল্ট্রা ওয়াইড লেন্স ও ২.৬এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন৫ টেলিফটো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ওভি২০বি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

উল্লেখ্য উত্তরসূরি অর্থাৎ রেডমি কে৭০ প্রো মডেলে ছিল ১৬ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি১১৬এ১কিউ ফ্রন্ট ক্যামেরা। যেখানে পিছনে দেওয়া হয়েছিল, ওমনিভিশন লাইট ফিউশন ৮০০ প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল ওভি১৩বি১০ আল্ট্রা ওয়াইড লেন্স ও ২এক্স অপটিক্যাল জুম সহ ওমনিভিশন লাইট ফিউশন ৪০০ টেলিফটো সেন্সর।

অর্থাৎ রেডমি কে৮০ প্রো এর আল্ট্রা ওয়াইড ও টেলিফটো লেন্সে আপগ্রেড দেখা যাবে। ফলে আরও ভালো বিস্তৃত ছবি যেমন ক্যাপচার করা যাবে, তেমনি দূরের ছবিও পরিষ্কার ভাবে তোলা যাবে। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতেও আপগ্রেড থাকবে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, রেডমি কে৮০ প্রো স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে ২কে রেজোলিউশন সহ ওএলইডি ডিসপ্লে পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত থাকবে। রেডমি কে৮০ প্রো অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলবে।

Tags:    

Similar News