Redmi K80 Pro: রেডমির নয়া চমক, এবার প্রিমিয়াম ফ্ল্যাগশিপের ফিচার এই স্মার্টফোনে
রেডমি চলতি বছরের শেষের দিকে বাজারে তাদের পারফরম্যান্স কেন্দ্রিক রেডমি কে৮০ সিরিজটি লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে এখন লাইনআপটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
রেডমি আগামী নভেম্বরে চীনা বাজারে রেডমি কে৮০ সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করবে বলে জানা গেছে। এই লাইনআপে সম্ভবত তিনটি ফোন থাকবে, এগুলি হল রেডমি কে৮০ই, রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো। এখন এক নির্ভরযোগ্য টিপস্টারের সৌজন্যে, রেডমি কে৮০ সিরিজের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তির সর্ম্পকে বিস্তারিতভাবে জানা গেছে।
রেডমি কে৮০ প্রো মডেলে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (ডিসিএস) তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে একটি আসন্ন ফোনের কথা বলছেন, তবে এর নাম উল্লেখ করেননি। টিপস্টার জানিয়েছেন যে, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলি এখনও বেশিরভাগ হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোনগুলিতেই দেখা যায়। সাব-ব্র্যান্ডগুলির জন্য, স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটের সাথে শুধুমাত্র হাই-এন্ড সংস্করণে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। লোয়ার-এন্ড ভ্যারিয়েন্টে অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করা হবে, যার ফোকাস রেঞ্জ সংক্ষিপ্ত হবে, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স উল্লেখযোগ্যভাবে ভিন্ন হবে।
আগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, শাওমি ১৫, শাওমি ১৫ প্রো, এবং শাওমি ১৫ আল্ট্রা সমন্বিত শাওমি ১৫ সিরিজের সবকটি মডেলেই একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। জানিয়ে রাখি, গত বছরের শাওমি ১৪ সিরিজে অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল।
ডিসিএস-এর পোস্টের ওপর ভিত্তি করে বলা যায়, শাওমির সাব-ব্র্যান্ড রেডমি কে৮০ প্রো মডেলে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। অন্যদিকে, রেডমি কে৮০ একটি অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ আসতে পারে।
অন্যান্য স্পেসিফিকেশনের পরিপ্রেক্ষিতে, রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো মডেল দুটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। উভয় ফোনের ওলেড প্যানেল, যথাক্রমে ১.৫কে এবং ২কে রেজোলিউশন সাপোর্ট করতে পারে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে উভয় ফোনেই ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে৷ সম্ভবত আগামী বছর বিশ্ব বাজারে রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো ফোনে পোকো এফ৭ এবং পোকো এফ৭ প্রো হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে।