শুধু Exynos নয়, MediaTek এর প্রসেসর দিয়েও Samsung Galaxy A14 5G লঞ্চ হবে

Update: 2022-11-21 17:39 GMT

গত সপ্তাহে স্যামসাংয়ের A-সিরিজে অন্তর্ভুক্ত আসন্ন Samsung Galaxy A14 5G স্মার্টফোনটিকে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম (Geekbench)-এ দেখা গিয়েছিল। এই সাইটের তালিকাটি ফোনটির প্রসেসর, পারফরম্যান্স, অপারেটিং সিস্টেম এবং র‍্যাম ক্ষমতা সম্পর্কে বেশকিছু তথ্য প্রকাশ করে। এই গিকবেঞ্চ তালিকাটি ইঙ্গিত করে যে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তাদের একটি মিড-রেঞ্জ Exynos চিপসেটের সাথে Galaxy A14 5G ফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ পরে অনুমান করা হয়েছিল যে এটিকে Exynos 1330 বলা যেতে পারে। আর এখন, স্মার্টফোনটি আবারও গিকবেঞ্চে হাজির হয়েছে, তবে এবার এটি একটি MediaTek Dimensity 5G চিপসেটের সাথে তালিকাভুক্ত হয়েছে।

Samsung Galaxy A14 5G-কে দেখা গেল গিকবেঞ্চে

SM-A146P মডেল নম্বর সহ একটি স্যামসাং হ্যান্ডসেট গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি স্যামসাং গ্যালাক্সি এ১৪-এর সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। গিকবেঞ্চ তালিকা অনুযায়ী, ডিভাইসটি ২ + ৬ কোর কনফিগারেশন সহ একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। জানিয়ে রাখি, ডাইমেনসিটি ৭০০ একটি ৭ ন্যানিমিটার প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে এবং এর সাথে মালি জি৫৭ জিপিইউ-টি যুক্ত রয়েছে। এটি একই প্রসেসর যা ওপ্পো এ৫৮, পোকো এম৪ ৫জি, রেডমি ১১ প্রাইম ৫জি- এর মতো বেশ কয়েকটি মিড-রেঞ্জ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে।

এছাড়া, আসন্ন এন্ট্রি-লেভেল Galaxy A-সিরিজের স্মার্টফোনটি গিকবেঞ্চ (Geekbench 5)-এর বেঞ্চমার্ক পরীক্ষার সিঙ্গেল-কোর রাউন্ডে ৫২২ পয়েন্ট স্কোর করেছে। মাল্টি-কোর রাউন্ডে হ্যান্ডসেটটি ১,৭১০ পয়েন্ট পেয়েছে। গিকবেঞ্চ তালিকা থেকে আরও জানা গেছে যে, Galaxy A14 5G-তে ৪ জিবি র‍্যাম পাওয়া যাবে। অনুমান করা যায়, স্যামসাং অন্যান্য মেমরি কনফিগারেশনেও এটি প্রকাশ করবে। তালিকা অনুসারে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

উল্লেখ্য, Samsung Galaxy A14 5G-এর এক্সিনস সংস্করণের সাথে এই ফলাফলগুলির তুলনা করলে, এটি স্পষ্ট যে, এই প্রসেসর ভ্যারিয়েন্টটি নির্দিষ্ট বাজারের জন্য আরও সাশ্রয়ী মূল্যের সংস্করণ হিসাবে আসবে।

Tags:    

Similar News